বৃহস্পতিবার, ৩ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ডিজিটাল আইনে সাংবাদিক রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, খুলনা

ডিজিটাল আইনে সাংবাদিক রিমান্ডে

খুলনায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার হওয়া ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউন পত্রিকার খুলনা প্রতিনিধি হেদায়েত হোসেন মোল্লার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

গতকাল দুপুরে খুলনা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক নয়ন বিশ্বাস এ রিমান্ড মঞ্জুর করেন। পরে রিমান্ড স্থগিত চেয়ে আবেদন করা হলে বিকালেও একই আদেশ বহাল রাখেন বিচারক। এর আগে সোমবার রাতে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরী বাদী হয়ে বটিয়াঘাটা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। এই মামলায় সাংবাদিক হেদায়েত হোসেন মোল্লা ও দৈনিক মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার রাশিদুল ইসলামকে আসামি করা হয়। মঙ্গলবার দুপুরে হেদায়েত হোসেনকে গ্রেফতার করে পুলিশ। মামলার এজাহারে তাদের বিরুদ্ধে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে খুলনা-১ আসনে মোট ভোটারের তুলনায় ২২ হাজার ৪১৯ ভোট বেশি পড়েছে বলে মিথ্যা সংবাদ প্রকাশ ও পরস্পরের যোগসাজশে বটিয়াঘাটা উপজেলা কম্পাউন্ডের মধ্যে ইলেকট্রনিক ডিভাইস/ল্যাপটপ ব্যবহার করে উক্ত সংবাদ অনলাইনে প্রকাশের অভিযোগ আনা হয়। এদিকে সাংবাদিক হেদায়েত হোসেন মোল্লাকে গ্রেফতারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে খুলনা প্রেস ক্লাবে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি এস এম হাবিব। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো. সাহেব আলী। সভায় উপস্থিত সাংবাদিকরা গ্রেফতারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে সাংবাদিক হেদায়েত হোসেন মোল্লাকে মুক্তি দেওয়ার জন্য সরকারের কাছে জোর দাবি জানান। সভায় বক্তৃতা করেন আশরাফ-উল-হক, আহমদ আলী খান, ড. মো. জাকির হোসেন, মোস্তফা সরোয়ার, অমীয় কান্তি পাল, গৌরাঙ্গ নন্দী, কাজী মোতাহার রহমান, মোজাম্মেল হক হাওলাদার, মিজানুর রহমান মিল্টন, মো. শাহ আলম, হাসান আহমেদ মোল্লা, মো. আনিসুজ্জামান, আনোয়ারুল ইসলাম কাজল, মামুন রেজা, কৌশিক দে বাপ্পি, মোস্তফা জামাল পপলু, মুনির উদ্দিন আহমেদ, সামছুজ্জামান শাহীন, মো. জাহিদুল ইসলাম, এনামুল হক, এ এইচ এম শামিমুজ্জামান, আবুল হাসান হিমালয়, অভিজিত পাল, বিমল সাহা, বাবুল আক্তার, শেখ লিয়াকত হোসেন, শেখ মাহমুদ হাসান সোহেল, আবদুুল মালেক, প্রবীর বিশ্বাস।

সর্বশেষ খবর