বৃহস্পতিবার, ৩ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

অভিযুক্ত বাসচালক জেলহাজতে

দুই গার্মেন্ট কর্মীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মালিবাগে বাসচাপায় দুই গার্মেন্টকর্মীর মৃত্যুর ঘটনায় অভিযুক্ত জুনায়েদকে (২৭) জেলহাজতে পাঠিয়েছে আদালত। গতকাল তাকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হলে জেলহাজতে পাঠানোর আদেশ দেন বিচারক। এর আগে মঙ্গলবার রাতে সুপ্রভাত বাসের চালক জুনায়েদকে আসামি করে হাতিরঝিল থানায় একটি মামলা করেন নিহত গার্মেন্টকর্মী পলির মা জরিনা বেগম। পুলিশ জানায়, সকালে জুনায়েদকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়। মঙ্গলবারের পরিস্থিতি বিবেচনায় গতকাল আবুল হোটেল ও মালিবাগ হাজীপাড়া এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। তবে কোথাও কোনো অনাকাক্সিক্ষত ঘটনা ঘটেনি।  হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. ফজলুল করিম জানান, বাস দুর্ঘটনায় নিহতের ঘটনায় রাতেই একটি মামলা হয়। তবে মিমের স্বজনদের খবর পাঠানো হয়েছে, তারা থানায় এলে আরও একটা মামলা হবে। মঙ্গলবার দুপুরে সদরঘাট থেকে গাজীপুরাগামী সুপ্রভাত পরিবহনের একটি বাস আবুল হোটেলের সামনে নাহিদা পারভিন পলি (২২) ও মিম আক্তারকে (১৬) চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মিমের মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে পলিকেও মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। এ খবরে রামপুরা এলাকার গার্মেন্টগুলো থেকে শত শত কর্মী বেরিয়ে এসে বিক্ষোভ করতে থাকে। এ সময় অর্ধশতাধিক গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। ফলে বন্ধ হয়ে যায় ওই এলাকার সব যান চলাচল। পুলিশ কর্মকর্তাদের দফায় দফায় আলোচনার পর সন্ধ্যায় স্বাভাবিক হয় সেখানকার পরিস্থিতি। 

সর্বশেষ খবর