শুক্রবার, ৪ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা
অষ্টম কলাম

আসাম ছাড়া ভারতের অন্য প্রদেশে নাগরিক পঞ্জি নয়

নয়াদিল্লি প্রতিনিধি

আসাম ছাড়া ভারতের অন্য কোনো প্রদেশে নাগরিক পঞ্জিকরণের কোনো সিদ্ধান্ত নেই সরকারের। আসামের ক্ষেত্রেও তালিকা চূড়ান্ত করার কাজ এখনো সুপ্রিম কোর্টের এখতিয়ারে। সম্পূর্ণ প্রক্রিয়া শেষ হতে লোকসভার ভোট সম্পন্ন হয়ে যাবে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হংসরাজ আহির গতকাল পার্লামেন্টের উচ্চকক্ষে (রাজ্যসভা) অন্য প্রদেশে এনআরসি শুরু করার বিষয়ে স্পষ্ট জানান, অন্য কোনো রাজ্যে এই প্রক্রিয়া করা হবে না। ভারতের শাসক বিজেপি দলের পশ্চিমবঙ্গ শাখা থেকে দাবি উঠেছিল, পশ্চিমবঙ্গেও নাগরিক পঞ্জিকরণ শুরু করা হোক। তিনি জানান, ১৯৫৫ সালের ভারতের নাগরিক আইন অন্তর্গত আসামের ১৯৫১ সালের এনআরসি চূড়ান্ত করার কাজ শুরু হয়েছে। ২০০৩ সালের নাগরিক আইনের বিধি অনুসারে আসামের এনআরসির কাজ হচ্ছে। এই ধরনের কোনো পদক্ষেপ অন্য রাজ্যে নেওয়ার কোনো সিদ্ধান্ত নেই। ইতিমধ্যে ভারতের নাগরিক আইন সংশোধন করে প্রতিবেশী দেশগুলোর সংখ্যালঘুদের ভারতের নাগরিকত্ব দেওয়ার জন্য প্রস্তাবিত আইন নিয়ে যৌথ সংসদীয় কমিটির বৈঠক গতকাল শেষ হয়েছে। এতে সব কটি বিরোধী দল বিরোধিতা করে নোট অব ডিসেন্ট দিয়েছে। বিজেপির সংখ্যাগরিষ্ঠতার জোরে আগামী সোমবার আইনটি সংসদে উত্থাপন করতে চায়। তবে মঙ্গলবারই শীতকালীন তথা ভারতের লোকসভা ভোটের আগে শেষ অধিবেশন সম্পন্ন হচ্ছে। ফলে এখনো নিশ্চিত নয়, আইনটি শেষ পর্যন্ত আনা যাবে কিনা।

সর্বশেষ খবর