শনিবার, ৫ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা
কেমন মন্ত্রিসভা চাই

সৎ যোগ্য মেধাবী দেশপ্রেমিক দরকার

-ড. বিনায়ক সেন

রুহুল আমিন রাসেল

সৎ যোগ্য মেধাবী দেশপ্রেমিক দরকার

টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসা আওয়ামী লীগ নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রিসভায় সৎ, যোগ্য, দক্ষ ও মেধাবী দেশপ্রেমিকদের দরকার বলে মনে করেন খ্যাতনামা অর্থনীতিবিদ ড. বিনায়ক সেন। তিনি বলেন, ‘প্রশাসনিকভাবে যোগ্য, অর্থনৈতিক ও সামাজিক ইস্যুসমূূহ উপলব্ধি করতে পারেন এমন দেশপ্রেমিক ও সৎ নেতৃত্ব মন্ত্রিসভায় চাই।’ গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে এ কথা বলেন ড. বিনায়ক সেন। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান-বিআইডিএসের এই গবেষণা পরিচালক বলেন, ‘মন্ত্রিসভায় অনেক মেধাবী লোক দরকার। কারণ প্রধানমন্ত্রী বলেছেন ব্যক্তিস্বার্থ উদ্ধারের চিন্তা কেউ যাতে না করেন। সেই বিবেচনায় আমরা যোগ্য, দেশপ্রেমিক ও মেধাবী মন্ত্রিসভা চাই।’ মন্ত্রিসভার আকার প্রসঙ্গে ড. বিনায়ক সেন বলেন, ‘জনসংখ্যার বিচারে আমাদের মন্ত্রিসভার অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। সেই বিবেচনায় নতুন মন্ত্রিসভার আকার ৫০ জন হতে পারে। তবে জেলা ও স্থানীয় সরকার যদি শক্তিশালী করা যেত, তাহলে প্রকল্পের বাস্তবায়ন দ্রুত হতো।’ ঢাকা থেকে কেন্দ্রীয়ভাবে সব সিদ্ধান্ত নিয়ে বাস্তবায়ন করা কঠিন বলেও মনে করেন এই শীর্ষ অর্থনীতিবিদ।

সর্বশেষ খবর