শনিবার, ৫ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা
কেমন মন্ত্রিসভা চাই

১৭ জনের মন্ত্রিসভাই যথেষ্ট

-ড. জামাল উদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক

১৭ জনের মন্ত্রিসভাই যথেষ্ট

উন্নত দেশগুলোর মতো বাংলাদেশের নতুন মন্ত্রিসভা ছোট আকারে দেখতে চান বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক ড. জামাল উদ্দিন আহমেদ। তার মতে, বাংলাদেশের আকার বিবেচনায় ১৭ জনের মন্ত্রিসভাই যথেষ্ট। বঙ্গবন্ধুর মন্ত্রিসভায় ২১ জন সদস্য ছিলেন উল্লেখ করে অর্থনীতিবিদদের এই নেতা বলেন, তাইওয়ানের মতো উন্নত দেশের মন্ত্রিসভায় আছেন মাত্র ১০ জন। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। আওয়ামী লীগ নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রিসভার আকার ছোট করার পরামর্শ দিয়ে ড. জামাল উদ্দিন আহমেদ বলেন, ‘মন্ত্রিসভা ছোট হলে খরচ কম হয়। কাজে গতি আসে। দ্রুত প্রকল্প বাস্তবায়ন হয়। উন্নত দেশগুলোর মতো আমরাও ছোট মন্ত্রিসভা দেখতে চাই।’ মন্ত্রিসভা নিয়ে নিজের গবেষণার অভিজ্ঞতার কথা জানিয়ে বাংলাদেশ ব্যাংকের এই পরিচালক বলেন, ‘সরকারের অনেক মন্ত্রণালয় আছে, যেগুলো একত্রিত করে একটি মন্ত্রণালয় করা যেতে পারে। আগে রাষ্ট্রীয় অনেক শিল্পকারখানা থাকায় শিল্প মন্ত্রণালয়ের অনেক কাজ ছিল। এখন তা কমেছে। তাই বাণিজ্য ও শিল্প মিলে একটি মন্ত্রণালয় হতে পারে। তেমনি অর্থ ও পরিকল্পনা এক করে একটি মন্ত্রণালয় গঠন করা যেতে পারে। আমরা এক মন্ত্রণালয়ে চার সচিব দেখতে চাই না। অর্থ মন্ত্রণালয়ে ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ চাই না।’ বাংলাদেশের আকারের চেয়ে মন্ত্রিসভা বড় উল্লেখ করে ড. জামাল উদ্দিন আহমেদ বলেন, ‘বঙ্গবন্ধু হত্যার পর স্বৈরাচারী সরকারগুলো ক্ষমতায় এসে মন্ত্রিসভা বড় করেছে। এতে সরকারের সক্ষমতা দিন দিন কমেছে। বেড়েছে অর্থ খরচ।’ ব্যক্তিস্বার্থে কোনো দেশে কোনো মন্ত্রণালয় হতে পারে না বলেও মত দেন এই অর্থনীতিবিদ।

সর্বশেষ খবর