শনিবার, ৫ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ভারতের হাইকমিশনারকে বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যানের বিদায় সংবর্ধনা

কূটনৈতিক প্রতিবেদক

ভারতের হাইকমিশনারকে বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যানের বিদায় সংবর্ধনা

ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলাকে বিদায় সংবর্ধনা দিয়েছেন বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। গতকাল ঢাকার হোটেল ওয়েস্টিনে এ সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে শ্রিংলার হাতে ফুল তুলে দিয়ে শুভেচ্ছা জানান বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর ও ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান এবং বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যানের দুই পৌত্র আহমেদ ওয়ালিদ সোবহান ও আহমেদ ইব্রাহিম সোবহান। ঢাকায় তিন বছর দায়িত্ব পালন শেষে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত হিসেবে যোগ দিতে যাচ্ছেন হর্ষ বর্ধন শ্রিংলা। বাংলাদেশে দায়িত্ব পালনকালে দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন মাত্রা দেওয়ায় শ্রিংলাকে অভিনন্দন ও ধন্যবাদ জানান আহমেদ আকবর সোবহান।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, পূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, রেলমন্ত্রী মুজিবুল হক, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম, ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন, নেপালের রাষ্ট্রদূত ড. চৌকোলাল ভোষাল, ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এস ওআই রামাদান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এমপি, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম এমপি, প্রচার সম্পাদক হাছান মাহমুদ এমপি, সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আবদুস শহীদ এমপি, সাবেক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম এমপি, সাবেক আইজিপি নূর মোহাম্মদ এমপি, জাসদ (ইনু) সাধারণ সম্পাদক শিরিন আখতার এমপি, বিজিএমইএর সাবেক সভাপতি আবদুস সালাম মুর্শেদী এমপি, গাজী গোলাম দস্তগীর এমপি, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মুকুল বোস, প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য উপদেষ্টা ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মেসবাহউদ্দিন সিরাজ, আলাউদ্দিন চৌধুরী নাসিম, স্বরাষ্ট্র সচিব (সুরক্ষা সেবা) ফরিদ উদ্দিন চৌধুরী, পররাষ্ট্র সচিব (কনস্যুলার) কামরুল আহসান, তথ্য সচিব আবদুল মালেক, সাবেক আইজিপি শহীদুল হক, র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া, এফবিসিসিআইর সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দীন, প্রাইম ব্যাংকের চেয়ারম্যান আজম জে চৌধুরী, বিএনপি নেতা সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, সাবেক এমপি জহির উদ্দিন স্বপন, নারী উদ্যোক্তা নাসরিন আউয়াল মিন্টু, জাতীয় পার্টির সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদার ও জিয়াউদ্দিন বাবলু, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, জাতীয় প্রেস ক্লাব সভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, বিএফইউজে মহাসচিব শাবান মাহমুদ, জনকণ্ঠ সম্পাদক আতিক উল্লাহ খান মাসুদ, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, ডেইলি সান সম্পাদক এনামুল হক চৌধুরী, বাংলানিউজটোয়েন্টিফোর সম্পাদক জুয়েল মাজহার, চ্যানেল টোয়েন্টিফোরের নির্বাহী পরিচালক হাসনাইন খুরশিদ, বাসসের এমডি আবুল কালাম আজাদ, চ্যানেল আইয়ের বার্তাপ্রধান শাইখ সিরাজ, একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, দ্য ইন্ডিপেনডেন্ট সম্পাদক শামসুর রহমান, সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আবদুর রশিদ, সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান আরাফাত এ রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন অ্যান্ড ফিল্ম স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. আবু জে এম শফিউল আলম, রোকেয়া হলের প্রভোস্ট ও সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জিনাত হুদা, প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফুল আলম খোকন প্রমুখ।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর