শনিবার, ৫ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

বেড়েছে সবজির দাম ঘাটতি সরবরাহে

নিজস্ব প্রতিবেদক

বেড়েছে সবজির দাম ঘাটতি সরবরাহে

শীতের সবজিতে প্রতিটি দোকান সাজানো। তবে নির্বাচনের অজুহাতে বেশিরভাগ সবজির দর বেশি হাঁকাচ্ছেন বলে ক্রেতাদের অভিযোগ। রাজধানীর কাঁচাবাজারগুলো নতুন সবজিতে ভরপুর থাকলেও দাম বাড়তি। কেজিপ্রতি সবজির দাম ২ থেকে ৫ টাকা বেশি দরে বিক্রি হতে দেখা গেছে। ফলে শীতে নতুন সবজিতে বাজার ভরপুর থাকলেও অস্বস্তি প্রকাশ করেন সাধারণ ক্রেতারা। ব্যবসায়ীরা বলছেন, গত সপ্তাহের নির্বাচনকে ঘিরে রাজধানীতে সরবরাহে কিছুটা ঘাটতি ছিল। এর প্রভাবে দর কিছুটা বাড়ছে। গতকাল রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে। রাজধানীর শান্তিনগর বাজার ঘুরে দেখা যায়, নতুন আলু বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজিতে। মিষ্টি কুমড়ার কেজি ৩০ টাকা। ধুন্দল কেজি ৬০ টাকা, চিচিঙ্গা ১০০ থেকে ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে বাজার ও মানভেদে করলার দাম কমেছে ১০ টাকা। ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারে এসেছে হরেক রকম শিম। এক ধরনের শিম বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়। অন্য আরেক রকমের শিম বিক্রি হচ্ছে ৩০ থেকে ৫০ টাকায়। গত সপ্তাহের মতো প্রকার ও মানভেদে  বেগুনের কেজি বিক্রি হচ্ছে ২০ থেকে ৪০ টাকা, যা গত সপ্তাহে ছিল ৩০ থেকে ৫০ টাকা কেজি। কাঁচা টমেটোর দাম কমে ২০ টাকা হলেও এখনো দাম বেশি পাকা টমেটোর। ফুলকপি বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকা পিস, বাঁধা কপি ১০ থেকে ২৫ টাকা, কাঁচা কলার হালি ২৫ থেকে ৩০ টাকা, কাঁচা পেঁপে ২০ টাকা, গাজর ৩০ টাকা, শসা ৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। শালগম কেজিতে বেড়েছে ১০ টাকা। গত সপ্তাহে ছিল ১৫ থেকে ২০ টাকা। এখন বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকায়। ঠাটারিবাজারে লাউ বিক্রি হচ্ছে প্রকারভেদে ৪০ থেকে ৬০ টাকায়। মুলা বিক্রি হচ্ছে ১৫ থেকে ২০ টাকা কেজিতে। পালংশাক বিক্রি হচ্ছে ৫-১৫ টাকা আঁটি। লাল ও সবুজশাক ৫-১০ টাকা আঁটি। লাউশাক পাওয়া যাচ্ছে ২০-৩০ টাকায়। বাজারে এসেছে নতুন পিঁয়াজ। প্রতি কেজি  বিক্রি হচ্ছে ৩০ টাকা। মানভেদে ২৫ টাকায় বিক্রি হতে দেখা গেছে। আমদানি করা ভারতীয় পিঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকায়।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর