সোমবার, ৭ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ইলিশের জিন বিন্যাসে আন্তর্জাতিক স্বীকৃতি

নিজস্ব প্রতিবেদক

ইলিশের জিন বিন্যাসে আন্তর্জাতিক স্বীকৃতি

পদ্মার ইলিশের জিন বিন্যাসে (জীবন রহস্য উদঘাটন) বাংলাদেশ আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। গত বছরের  সেপ্টেম্বরে বাংলাদেশি গবেষক দল উদ্ভাবিত পদ্মার ইলিশের জিন বিন্যাস বা জিনোম সিকোয়েন্স বিশ্বখ্যাত লন্ডনভিত্তিক জার্নাল বায়োমেড সেন্ট্রাল (বিএমসি) প্রকাশ করে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক হাসিনা খানের নেতৃত্বে  দেশের কয়েকজন গবেষক এই উদ্ভাবনের সঙ্গে ছিলেন। হাসিনা খান গণমাধ্যমকে জানান, বাংলাদেশের এ উদ্ভাবন আন্তর্জাতিক স্বীকৃতি পেল। জানার্লটিতে উন্মুক্ত প্রবেশাধিকার থাকায় যে কেউ বাংলাদেশের গবেষণা সম্পর্কে পড়তে পারবেন, জানতে পারবেন। ভবিষ্যতে ইলিশ সম্পর্কিত যেকোনো গবেষণায় বাংলাদেশের গবেষণালব্ধ তথ্য ব্যবহার করতে পারবেন বিজ্ঞানীরা। গবেষকরা বলছেন, বাংলাদেশের জন্য এটা অত্যন্ত  গৌরবোজ্জ্বল স্বীকৃতি। ইলিশের জিনতত্ত্বের ওপর কাজ করা বিভিন্ন দেশের মধ্যে বিএমসিতে বাংলাদেশের গবেষণাটি সবার আগে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার বিষয়টি অনন্য গৌরব। ইলিশের জিনতত্ত্ব নিয়ে ভারত, মিয়ানমার, চীন, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশ কাজ করছে।

 সেখানে বাংলাদেশের গবেষণাটি প্রথম হিসেবে স্বীকৃতি  পেল। এর মাধ্যমে ইলিশ গবেষণায় বাংলাদেশ প্রথম হিসেবে এগিয়ে গেল। গবেষকরা জানিয়েছেন, ইলিশ কীভাবে সমুদ্রের নোনা জল ও স্বাদু পানি-দুই জায়গাতেই বসবাস করে, ইলিশের  রোগবালাই কী, ইলিশ কি বদ্ধ জলাশয়ে চাষযোগ্য মাছ,  কেন ইলিশ এত সুস্বাদু, কেন একেক এলাকায় ইলিশের স্বাদ পাল্টায়, পদ্মার ইলিশই-বা কেন বেশি সুস্বাদু, স্বাদ অটুট রেখে ইলিশ কি চাষ করা যাবে-ইলিশের জিন বিন্যাস উদঘাটনের ফলে এমন সব প্রশ্নের জবাব পাওয়ার পথ তৈরি হয়েছে।

সর্বশেষ খবর