মঙ্গলবার, ৮ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

পরিচ্ছন্ন ইমেজ প্রাধান্য পেয়েছে

- এ কে এম শহীদুল হক

পরিচ্ছন্ন ইমেজ প্রাধান্য পেয়েছে

সাবেক পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক বলেন, নবগঠিত মন্ত্রিসভা নবীন এবং প্রবীণের সমন্বয়ে গঠিত হয়েছে। এখানে পরিচ্ছন্ন এবং দক্ষ ব্যক্তিদের প্রাধান্য দেওয়া হয়েছে। আশা করি, দায়িত্ব নিয়ে কাজ করলে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা সমৃদ্ধির ধারাবাহিকতা বজায় রাখতে পারবেন। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী প্রতিটি মন্ত্রণালয়ের কাজই তদারকি করেন। তাই তার তত্ত্বাবধানে থেকে মন্ত্রীদের নিজের দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করতে হবে। তরুণদের প্রতি আস্থা রেখে দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের এই আস্থার সম্মান রাখতে হবে। সততার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করতে হবে। দেশবাসীর অনেক প্রত্যাশা রয়েছে নতুন এই মন্ত্রিসভার প্রতি।

সর্বশেষ খবর