মঙ্গলবার, ৮ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

মানুষের মনে আস্থা তৈরি হয়েছে

-মে. জে. আব্দুর রশীদ (অব.)

মানুষের মনে আস্থা তৈরি হয়েছে

নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আব্দুর রশীদ বলেন, নবগঠিত মন্ত্রীদের ইশতেহারে উল্লেখ করা প্রতিশ্রুতিগুলো পূরণে কাজ করতে হবে। বিতর্কিত ব্যক্তিদের মন্ত্রিসভা থেকে বাদ দেওয়ায় মানুষের মনে আস্থা তৈরি হয়েছে। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।  তিনি আরও বলেন, তরুণদের নিয়ে কাজ করায় কিছু চ্যালেঞ্জ রয়েছে। অনেকেই প্রথমবার এমপি নির্বাচিত হয়ে মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। তাদের নতুন দায়িত্বকে গুছিয়ে নিয়ে জনগণের উন্নয়নে মনোযোগ দিতে হবে। দায়িত্ব সুচারুরূপে পালন করার আগ্রহ থাকলে যে কোনো কাজেই ভালো করা সম্ভব। মন্ত্রিসভা প্রধানমন্ত্রীর এখতিয়ারের বিষয়। এই মন্ত্রিসভা থেকে বাদ পড়েছেন ডাকসাইটের অনেক প্রভাবশালী নেতা। তিনি পরিবারের কাউকে মন্ত্রী হিসেবে দায়িত্ব দেননি। ভবিষ্যতের কাজের ওপর নির্ভর করছে মন্ত্রিসভার সাফল্য। ভালো কিছুর প্রত্যাশা দেশবাসী করতেই পারে।

সর্বশেষ খবর