বুধবার, ৯ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরানো জরুরি

-খোন্দকার ইব্রাহীম খালেদ

ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরানো জরুরি

বিশিষ্ট অর্থনীতিবীদ খোন্দকার ইব্রাহীম খালেদ বলেন, ক্ষমতাসীন দল ভূমিধস বিজয় অর্জন করেছে।

নবনির্বাচিত মন্ত্রীদের সাধারণ নয় অসাধারণ কাজ করে দেখাতে হবে। সরকারি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ অনেক বেশি। তাই উন্নয়নকে টেকসই করতে দেশের ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরানো জরুরি হয়ে পড়েছে। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ ব্যাংকের এই সাবেক ডেপুটি গভর্নর আরও বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। দুর্নীতি দমন করতে মন্ত্রীদের মুখ্য ভূমিকা পালন করতে হবে। দেশে এক কোটিরও বেশি শিক্ষিত বেকার রয়েছে। তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা নতুন মন্ত্রিসভার জন্য একটি চ্যালেঞ্জ। এই শিক্ষিত জনগোষ্ঠীকে উদ্যোক্তা তৈরি করতে প্রণোদনার ব্যবস্থা করা যেতে পারে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের এ বিষয়ে যথেষ্ট দক্ষতা এবং অভিজ্ঞতা রয়েছে। তিনি দায়িত্ব গ্রহণ করেই খেলাপি ঋণ আদায়ের বিষয়ে ইঙ্গিত করেছেন। এ ছাড়া রাজস্ব আয় বাড়ানোর বিষয়ে বলেছেন। রাজস্ব আদায়ের হার ছোট প্রতিষ্ঠানগুলো থেকে সন্তোষজনক থাকলেও বড় প্রতিষ্ঠানগুলোতে কম।

তাই তার পরিকল্পনা দেখে মনে হচ্ছে অর্থ মন্ত্রণালয়কে তিনি সুন্দরভাবে ঢেলে সাজাতে চলেছেন।

সর্বশেষ খবর