বুধবার, ৯ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

বন্দুকযুদ্ধে দুই ইয়াবা ব্যবসায়ী নিহত

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুজন ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে ৪০ হাজার ইয়াবা, বিদেশি ১টি রিভলবার, দেশীয় তৈরি ১টি ওয়ান শুটারগান ও ১১টি গুলি উদ্ধার করা হয়। এ সময় একটি কাভার্ড ভ্যানও জব্দ করেছে র‌্যাব-৭। গতকাল ভোরে টেকনাফ উপজেলার দমদমিয়া এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহতরা হলো- ঢাকা জেলার সাভার উপজেলার নগরকু  এলাকার আবদুল মতিনের ছেলে হাফিজুর রহমান (৩৫) ও বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার বর বাড়িয়া এলাকার মো. ইব্রাহিমের ছেলে সাব্বির হোসেন (২৫)। র‌্যাব-৭ কক্সবাজার কার্যালয়ের কোম্পানি কমান্ডার মেজর মেহেদী হাসান জানান, টেকনাফ থেকে ঢাকার উদ্দেশে ইয়াবার একটি চালান আসার খবরে র‌্যাবের টেকনাফ ক্যাম্পের সদস্যরা কক্সবাজার-টেকনাফ সড়কের দমদমিয়া এলাকায় তল্লাশি চেকপোস্ট বসায়। এ সময় একটি কাভার্ড ভ্যান তল্লাশির জন্য সংকেত দিলে র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি করে। প্রায় আধাঘণ্টা বন্দুকযুদ্ধের পর কাভার্ড ভ্যান থেকে দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে  টেকনাফ উপজেলা হাসপাতালে নেওয়া হলে সেখানে তারা মারা যায়। দুজনের মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে টেকনাফ থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ খবর