বুধবার, ৯ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

আওয়ামী লীগ নেতার কাটা পা উদ্ধার হয়নি ৭২ ঘণ্টায়ও

নাটোর প্রতিনিধি

তিন দিনেও উদ্ধার হয়নি নাটোরের আওয়ামী লীগ নেতা মোর্শেদুল ইসলামের কেটে নেওয়া পা। ঘটনায় জড়িত কাউকে আটকও করতে পারেনি পুলিশ। ঘটনার পর থেকে ঘটনাস্থলসহ আশপাশ এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পুলিশ বলছে, অভিযুক্তদের গ্রেফতারে চলছে সাঁড়াশি অভিযান। ওই এলাকার সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে সার্বক্ষণিক রয়েছে পুলিশি টহল। আহত মোর্শেদুল ইসলামকে প্রথমে রাজশাহী মেডিকেলের অর্থোপেডিক বিভাগে ভর্তি করা হয়েছিল। সেখানে অবস্থার অবনতি দেখে রবিবার রাতে তাকে ঢাকার জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় সূত্র জানান, গত রবিবার সকালে সিংড়া উপজেলার বামিহাল বাজারে অবস্থান করছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোর্শেদুল ইসলাম। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সময় তার ওপর হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। হামলাকারীরা মোর্শেদুলের এক পা কেটে নেয় ও আরেক পা ভেঙে দেয়। এ ঘটনায় মোর্শেদুলের চাচা আফজাল হোসেনসহ ১০ জনের নামে থানায় হত্যাচেষ্টা মামলা করেছেন।

সর্বশেষ খবর