বৃহস্পতিবার, ১০ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা
প্রতিযোগিতায় টিকে থাকার সক্ষমতা অর্জন জরুরি : রাষ্ট্রপতি

মাসব্যাপী বাণিজ্য মেলা শুরু কেনাকাটার সঙ্গে বিনোদন

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর শেরেবাংলানগর প্রাঙ্গণে পর্দা উঠেছে মাসব্যাপী ২৪তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা বা ডিআইটিএফ-২০১৯-এর। মেলায় কেনাকাটার সঙ্গে আছে ক্রেতা-দর্শনার্থীদের জন্য বিনোদনের সব আয়োজন। গতকাল ফিতা কেটে মেলার উদ্বোধন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এ সময় তার সঙ্গে ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। উদ্বোধনী পর্বে ‘মধ্য আয়ের দেশে উন্নীত হলে অনেক দেশে বাংলাদেশি পণ্যের অগ্রাধিকারমূলক প্রবেশ সুবিধা থাকবে না’ উল্লেখ করে রাষ্ট্রপতি এ চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যবসায়ীদের সক্ষমতা অর্জনের আহ্বান জানান। তিনি বলেন, ২০২১ সাল নাগাদ আমরা মধ্য আয়ের দেশে উন্নীত হওয়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। তখন স্বল্পোন্নত দেশগুলোর জন্য প্রবর্তিত অগ্রাধিকারমূলক বাজার প্রবেশাধিকারের সুবিধা আমাদের থাকবে না। তাছাড়া বিভিন্ন অশুল্ক বাধাকেও অতিক্রম করার চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। এরূপ পরিস্থিতিতে উৎপাদক ও রপ্তানিকারকদের তীব্র প্রতিযোগিতায় টিকে থাকার সামর্থ্য ও সক্ষমতা অর্জন করতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বক্তব্য রাখেন বাণিজ্য সচিব মফিজুল ইসলাম, এফবিসিসিআইয়ের সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান বিজয় ভট্টাচার্য্য। কেনাকাটার সঙ্গে আছে বিনোদন : মেলা উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠান ব্যাপক মূল্যছাড়ের ঘোষণা দিয়েছে। আছে ‘একটি কিনলে আরেকটি ফ্রি’ নেওয়ার অফার। আয়োজকরা জানিয়েছেন,  গতকাল শুরু হওয়া বাণিজ্যমেলা চলবে আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা সব ক্রেতা-দর্শনার্থীর জন্য উন্মুক্ত থাকবে। মেলায় প্রবেশের জন্য প্রাপ্তবয়স্কদের ৩০ টাকা ও অপ্রাপ্ত বয়স্কদের ২০ টাকা মূল্যের টিকিট কিনতে হবে। প্রথমবারের মতো এবার টিকিট অনলাইনে পাওয়া যাবে। গতকাল মেলা প্রাঙ্গণে গিয়ে দেখা গেছে, মেলা দৃষ্টিনন্দন করতে প্রধান গেট মেট্রোরেলের আদলে তৈরি করা হয়েছে। পরিবার-পরিজনদের নিয়ে দর্শনার্থীরা স্বাচ্ছন্দ্যে ঘুরতে পারছেন। গত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও মেলার দুই প্রান্তে সুন্দরবনের আদলে ইকো পার্ক তৈরি করা হয়েছে। নির্দিষ্ট স্টল ও প্যাভিলিয়ন অতি সহজে খুঁজে বের করতে ক্রেতা-দর্শনার্থীদের জন্য রয়েছে ডিজিটাল এক্সপেরিয়েন্স সেন্টার (ডিজিটাল টাচ স্ক্রিন প্রযুক্তি)। ইপিবি জানিয়েছে, এবার মেলায় আছে মা ও শিশু কেন্দ্র, শিশুপার্ক, ই-পার্ক ও পর্যাপ্ত এটিএম বুথ। থাকছে রেডিমেড গার্মেন্ট পণ্য, হোমটেক্স, ফেব্রিকস পণ্য, হস্তশিল্প, পাট ও পাটজাত পণ্য, গৃহস্থালি ও উপহারসামগ্রী, চামড়া ও চামড়াজাত পণ্য। আরও থাকবে তৈজসপত্র, সিরামিক, প্লাস্টিক পলিমার পণ্য, কসমেটিকস হারবাল ও প্রসাধনী সামগ্রী। থাকবে খাদ্য ও খাদ্যজাত পণ্য, ইলেকট্রিক ও ইলেকট্রনিকস সামগ্রী, ইমিটেশন ও জুয়েলারি, নির্মাণ সামগ্রী ও ফার্নিচার সামগ্রী।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর