শুক্রবার, ১১ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ঢাকা-চট্টগ্রাম ৫০ কিমি যানজট

কুমিল্লা ও দাউদকান্দি প্রতিনিধি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটারজুড়ে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। ফলে যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে।

ভুক্তভোগী যাত্রীরা জানান, গতকাল কাচপুর ব্রিজ থেকে কুমিল্লার দাউদকান্দির রায়পুর পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটারজুড়ে ভয়াবহ যানজট দেখা যায়। কুমিল্লা থেকে ঢাকা যেতে দুই ঘণ্টার রাস্তায় সময় লেগেছে ১০-১২-ঘণ্টা। দীর্ঘ যানজটে আটকে অনেকেই অতিষ্ঠ হয়ে ওঠেন। শীতের রাতের কারণে আটকে পড়া যাত্রীদের পোহাতে হচ্ছে সীমাহীন দুর্ভোগ। বিশেষ করে বৃদ্ধ নারী ও শিশুরা বেশি ভোগান্তিতে পড়েছেন। তারা আরও জানান, মঙ্গলবার রাতে এ যানজট শুরু হয়। গতকালও যানজটে পড়া যানবাহনের গতি ছিল খুবই কম।

জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচনের আগে ও  পরে চট্টগ্রাম বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকার পর, পরবর্তীতে আমদানি-রপ্তানি বেড়ে যাওয়ায় অতিরিক্ত গাড়ির চাপ ও টানা দুই দিন ধরে মহাসড়কের মেঘনা ও গোমতী সেতুতে গাড়ি আটকে থাকায় এ যানজটের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে দাউদকান্দি হাইওয়ে পুলিশের ওসি আবুল কালাম আজাদ জানান, যানজট নিরসনে পুলিশ কাজ করছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার মেঘনা টোল প্লাজা এলাকা থেকে মহাসড়কের দুই প্রান্তে ২০ কিলোমিটার তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার রাত থেকে সৃষ্ট যানজটে হাজার হাজার যাত্রীকে চরম দুর্ভোগে পড়তে হয়। বুধবার এ যানজট আরও ভয়াবহ আকার ধারণ করে। এ সময় অনেকে হেঁটে রওনা দেন। পরিবহন মালিক-শ্রমিক ও যাত্রীদের অভিযোগ, কাচপুর হাইওয়ে পুলিশের দায়িত্বহীনতা, বিকল যানবাহন দ্রুত না সরানো, ওজন স্কেল স্থাপন, টোল আদায়ে ধীরগতি যানজটের অন্যতম কারণ। এ ছাড়া ৮ লেনের গাড়ি দুই লেনে চলাচল, অতিরিক্ত যানবাহনের চাপ, পরিবহন চাঁদাবাজদের বেপরোয়া চাঁদাবাজি, মেঘনা সেতু ও কাচপুর সেতু এলাকায় নতুন দুটি সেতুর কাজ পরিচালনা করার কারণে প্রতিদিন মেঘনা সেতু ও কাচপুর এলাকাসহ এর আশপাশের এলাকায় প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হচ্ছে। গতকাল রয়েল কোর্সের যাত্রী সফিকুল ইসলাম জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির আমিরাবাদ থেকে যানজট রয়েছে। থেমে থেমে যান চলাচল করছে। খুবই ধীরগতিতে যানবাহন চলাচল করছে। এদিকে কুমিল্লা থেকে সকাল ৯টায় রওনা দিয়ে বিকাল ৩টায় ঢাকায় পৌঁছেছেন সাংবাদিক শাহীন আলম। তিনি জানান, মেঘনা ব্রিজের একপাশ বন্ধ করে কাজ করা হচ্ছে। তাই শুধু এক লেন দিয়ে যান চলাচল করছে। এক  লেন দিয়ে যান চলাচলের কারণে যানজটের সৃষ্টি হচ্ছে।

সর্বশেষ খবর