শনিবার, ১২ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে

---------- ড. নূর মোহাম্মদ

নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নূর মোহাম্মদ বলেছেন, সামাজিক অপরাধের সঙ্গে তিনটি কারণ জড়িত। ব্যক্তি, পরিবার ও সঙ্গী। ব্যক্তির নৈতিকতার বিকাশ না হলে সে যে কোনো ধরনের সামাজিক অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ে। পরিবারের দায়িত্ব হচ্ছে ব্যক্তির নৈতিকতা বিকাশে সহায়তা করা। ব্যক্তির সামাজিক বন্ধন দৃঢ় করা এবং পারিবারিক মূল্যবোধ সৃষ্টি করা। এক টেবিলে বসে খাওয়া-দাওয়া করবেন, আড্ডা দেবেন এবং বাবা-মা সন্তানের সঙ্গে বন্ধুর মতো আচরণ করবেন- এভাবেই সামাজিক শিক্ষা দেবেন। সন্তানের সার্বক্ষণিক খোঁজখবর রাখবেন। তারা কী করছে, কোথায় যাচ্ছে এবং তার কী হচ্ছে। তৃতীয় হলো সঙ্গী। ভালো সঙ্গী না হলে ব্যক্তিও ভালো থাকে না। ব্যক্তি যাদের সঙ্গে মেশে তারা যদি তাকে খারাপের দিকে বার বার টানে কিংবা উদ্বুদ্ধ করে তাহলে একসময় সেও খারাপ কাজের সঙ্গে জড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। সামাজিক অপরাধ মোকাবিলার জন্য সবার আগে দরকার নৈতিক শিক্ষা। এ নৈতিক শিক্ষাটি হলো আমাদের সমাজে কোনটা করা উচিত, আর কোনটা করা উচিত নয়। এসব বিষয়ে ব্যক্তিকে জানানো এবং সে অনুযায়ী চলায় উৎসাহ দেওয়া। দ্বিতীয় পদক্ষেপটি হলো যদি কেউ সামাজিক অপরাধে জড়িয়ে পড়ে, তাকে দ্রুত আইনের আওতায় নিতে হবে। এরপর তাকে আদালতের মাধ্যমে কারাগারে নিয়ে নৈতিকতা ও সামাজিক শিক্ষার ব্যবস্থা করতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর