শনিবার, ১২ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

রোবটিক মেশিনারিজ দেখতে দর্শকের ভিড় বসুন্ধরায়

নিজস্ব প্রতিবেদক

রোবটিক মেশিনারিজ দেখতে দর্শকের ভিড় বসুন্ধরায়

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) চলা টেক্সটাইল ও গার্মেন্ট মেশিনারিজ মেলার তৃতীয় দিনে গতকাল ছিল দর্শকের উপচে পড়া ভিড়। দর্শক ও উদ্যোক্তাদের সবচেয়ে বেশি আকর্ষণ ছিল রোবটিক মেশিনারিজে।

মেলা প্রাঙ্গণে গিয়ে দেখা গেছে, হাজার হাজার দর্শনার্থীর পদচারণায় মুখরিত মেলাস্থল। তারা ঘুরে ঘুরে দেখছেন বিশ্বের আধুনিক প্রযুক্তির মেশিনারিজ। মেলায় সারা দেশ থেকেই এসেছেন উদ্যোক্তারা। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, যারা ছোট কারখানা করতে চান, তাদের জন্য ৫ থেকে ১০ লাখ টাকা ব্যয়ে কারখানা নির্মাণের সব ধরনের উপকরণ রয়েছে মেলায়। রয়েছে বৃহৎ আকারের কারখানা করার প্রযুক্তি। তারা আরও জানান, এ মেলায় যেসব মেশিন উঠেছে তার বেশিরভাগই রোবটিক। এ মেশিনের কারণে হাতের মাধ্যমে কোনো কাজ হবে না। যা করার সবই করবে মেশিন। ফলে একজন শ্রমিক যখন ঘণ্টায় ১০টি কাপড় তৈরি করবে, তখন মেশিন তৈরি করবে ২০টি। এ ছাড়াও এসব মেশিন শ্রমিক সাশ্রয় করবে। ফলে একই কাজের অন্য মেশিন চালাতে পাঁচজন শ্রমিকের প্রয়োজন হলেও অটোমেটিক এসব মেশিনের তা প্রয়োজন হবে না। কোনো শ্রমিক ছাড়াই শুধু কম্পিউটার ডিজাইন দিয়ে নির্দেশনা দিলেই এগুলো কাজ করবে ঘণ্টার পর ঘণ্টা। মেলায় যে সব মেশিন এসেছে, তার সবগুলোই আপডেট ও আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ। মেলায় পোশাক শিল্পের মেশিনারিজ এবং এর সহায়ক পণ্যের দুটি আলাদা প্রদর্শনীতে ৩৭টি দেশের ১ হাজার ২০০ কোম্পানি অংশ নিয়েছে। মেশিনারিজ কোম্পানিগুলোর সঙ্গে কোম্পানি সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রকৌশলীরাও এসেছেন। প্রকৌশলীরা মেলায় আসা গার্মেন্ট কোম্পানির মালিক ও টেকনিশিয়ানদের মেশিন পরিচিতি ও নানা বিষয় বুঝিয়ে দিচ্ছেন। প্রতিটি স্টলে কর্মীদের সঙ্গে কথা বলছেন তারা। জেনে নিচ্ছেন মেশিনারিজের দাম থেকে শুরু করে ব্যবহার, উৎপাদন ক্ষমতা থেকে খুঁটিনাটি সব। জিএম গ্র্যান্ড নিয়ে এসেছে রোলার ডিভাইস। তুর্কির কোম্পানি উৎপাদিত এসব মেশিনে ঘণ্টায় হাজার পিস পণ্য রোলিং করতে সক্ষম। ট্রাউজার উৎপাদনে ব্যবহার হয় রোলিং ডিভাইস। নেদারল্যান্ডসের এলএসএম নিয়ে এসেছে বাটনহোল মেশিন। অত্যাধুনিক এ মেশিনে উৎপাদন হবে কোনো ধরনের হাতের ব্যবহার ছাড়াই। এসব মেশিনের সুইং স্পিড ১৬৫০ প্রতি মিনিট। পাওয়ার ওয়ার্ল্ড নিয়ে এসেছে জেনারেটিং সেটস। কারখানার পাওয়ার সমস্যা সমাধানে আধুনিক এসব মেশিনে দ্রুত কাজ করবে। একটি স্টলে গোল্ডেন বয়লার কোম্পানি অংশ নিয়েছে। স্টল কর্মীর সঙ্গে কথা বললে তিনি জানান, প্রতি ঘণ্টায় ৫০০ কেজি ধারণ ক্ষমতার একটি বয়লার মেশিনের দাম ২০ লাখ টাকা। স্টলে বুকিং দেওয়া যায়। নিজস্ব প্রকৌশলীরা গিয়ে কারখানায় স্থাপন করে দেবেন বয়লার। এখানে রয়েছে এক টন থেকে ছয় টন থ্রি প্রেস স্টিম বয়লার, ৬০ কেজি থেকে ১০০০ কেজির টিউবলেস প্যাকেজড স্টিম বয়লার। কেজির ওপর নির্ভর করবে এসব বয়লারের দাম। এখানে রয়েছে ওয়াটার সফনার, থ্রেড ক্লিনিং মেশিন, ভ্যাকুয়াম আয়রন টেবিল, সিএনজি রাইজার, ন্যাচারাল উইন্ড রুফ ফ্যান, এক্সিয়াল ব্লোয়ার, সিএসজি ভ্যান, সিএনজি ট্রলি। খুব কম দামে মিলবে এসব মেশিনারিজ। উল্লেখ্য, চার দিনব্যাপী এ মেলা সবার জন্য উন্মুক্ত।

সর্বশেষ খবর