শনিবার, ১২ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা
অষ্টম কলাম

তেলে ভাজা এক বাটি বাতাসের দাম ৩০ ডলার!

প্রতিদিন ডেস্ক

বাতাস বা বায়ু ছাড়া মানুষ বাঁচতে পারে না। অদৃশ্য, তবে অনুভবযোগ্য এই উপাদান মানুষের বেঁচে থাকার জন্য অত্যাবশ্যকীয়। এতদিন এটি শুধু নিঃশ্বাসে গ্রহণ করা হলেও এবার তা খাবার হিসেবে গ্রহণ করবে মানুষ। এটিকে মানুষের খাওয়ার উপযোগী করে পরিবেশন করছে ইতালির একটি রেস্তোরাঁ। ?সূত্র : অডিটিসেন্ট্রাল।

ইতালির উত্তরাঞ্চলীয় শহর ক্যাসেল ফ্রাংকো ভেনিতোর ফিভা  রেস্তোরাঁ সম্প্রতি ঘোষণা দিয়েছে, তারা বিশেষ প্রক্রিয়ায় ‘ফ্রাইড’ বাতাস গ্রাহকদের পরিবেশন করবে। যার নাম ‘এরিয়া ফ্রিটা’ বা ‘ফ্রাইড এয়ার’। ঘোষণাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

বাতাস কীভাবে খাওয়াবেন- স্থানীয় এক সাংবাদিকের করা প্রশ্নের জবাবে রেস্তোরাঁর প্রধান বাবুর্চি বলেন, ‘ট্যাপিওকা গাছের মূল

(ইতালির এক ধরনেরর সবজি) প্রথমে সেদ্ধ করা হবে। এরপর এটি বাতাসের উপাদান ওজনের সঙ্গে মিশিয়ে দশ মিনিট ভাজা হবে। ফলে এটি মচমচে এবং ভিন্ন ধরনের স্বাদের হবে। এরপর তা গ্রাহকদের পরিবেশন করা হবে। প্রতি বাটি খাবারের দাম পড়বে ৩০ ডলার।’

সর্বশেষ খবর