সোমবার, ১৪ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

গঠনতন্ত্রে পরিবর্তন দরকার

-সালমান সিদ্দিকী, ছাত্রফ্রন্ট

গঠনতন্ত্রে পরিবর্তন দরকার

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের বিশ^বিদ্যালয় শাখা সভাপতি সালমান সিদ্দিকী বলেন, একটি সত্যিকার ডাকসু নির্বাচন তখনই সম্ভব, যখন ছাত্ররা ভয়ভীতিমুক্ত পরিবেশে ভোট দিতে পারবে। ডাকসুর গঠনতন্ত্রে কিছু বিষয় আছে, যা পরিবর্তন করা দরকার। এতে সভাপতিকে এত বেশি ক্ষমতা দেওয়া হয়েছে, যা গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে। তাই সভাপতির (উপাচার্য) ক্ষমতা ভারসাম্যমূলক করা যেতে পারে বা সভাপতি সরাসরি ছাত্রদের মধ্য থেকে করা যেতে পারে। তিনি বলেন, ভোটের আগে সহাবস্থানের বিষয়টি নিশ্চিত করতে হবে। তা না হলে ভালো নির্বাচন হবে না। সুষ্ঠু পরিবেশ না পেলে ছাত্ররাও তাদের ভালো প্রতিনিধি পাবেন না। তাই এ লক্ষ্যে এখনই পদক্ষেপ নেওয়া দরকার।

সর্বশেষ খবর