সোমবার, ১৪ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ভীতিমুক্ত ভোটের পরিবেশ দরকার

-মো. ফয়েজ উল্লাহ, ছাত্র ইউনিয়ন

ভীতিমুক্ত ভোটের পরিবেশ দরকার

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাবি শাখার সভাপতি মো. ফয়েজ উল্লাহ বলেন, আমরা তো আমাদের সংশোধনীগুলো দিয়েছি। এখন প্রশাসন এগুলো বিবেচনা করবে। পুরো নির্বাচন এখন গঠনতন্ত্রের ওপর নির্ভর করছে। আমাদের দাবি, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে তফসিল ঘোষণা হোক আর মার্চের মধ্যে নির্বাচন হোক । আমরা ’৯৮-এর সংশোধনী অনুযায়ী নির্বাচনে অংশগ্রহণ করতে প্রস্তুতি নিচ্ছি। তিনি বলেন, আমরা চাই, যে কোনোভাবেই ডাকসু নির্বাচনের ধারাটা শুরু হোক। আর ৬০ ভাগ অনাবাসিক শিক্ষার্থীরা যাতে ভয়ভীতিমুক্ত পরিবেশে ভোট দিতে পারে। তাই কেন্দ্রগুলো একাডেমিক ভবনে নিয়ে আসা দরকার। সহাবস্থান না থাকার কারণেই আমরা এই দাবি জানাচ্ছি।  তিনি আরও বলেন, আমরা ছাত্রদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার জন্য ডাকসু নির্বাচন চাচ্ছি। কিন্তু ডাকসু সংবিধানে সভাপতিকে যে নিরঙ্কুশ ও একচ্ছত্র ক্ষমতা দেওয়া হয়েছে, তা গণতন্ত্রের চর্চা হতে পারে না। তাই আমরা সভাপতির ক্ষমতায় ভারসাম্য আনার কথা বলেছি।

সর্বশেষ খবর