শুক্রবার, ১৮ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ঘরেই সহিংসতার শিকার ৬৬ শতাংশ নারী

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের শতকরা ৬৬ ভাগ নারী ঘরেই সহিংসতার শিকার হচ্ছেন। যদিও গণমাধ্যমে নারীদের ওপর হওয়া ঘরের বাইরের সহিংসতা ও যৌন সহিংসতাকে বেশি তুলে ধরা হচ্ছে। কিন্তু প্রকৃতপক্ষে নারীরা ঘরেই বেশি অনিরাপদ। বেসরকারি দাতা সংস্থা অ্যাকশন এইডের একটি গবেষণায় এসব তথ্য উঠে এসেছে।

গতকাল দুপুরে রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রের হলরুমে এ গবেষণা প্রবন্ধ উন্মোচন করা হয়। গবেষণায় বলা হয়, প্রচলিত ধারণা এবং পিতৃতান্ত্রিক এবং সাংস্কৃতিকভাবে গ্রহণযোগ্য বিশ্বাস হচ্ছে, ‘নারীরা ঘরেই বেশি নিরাপদ’। কিন্তু প্রকৃত সত্য হচ্ছে নারীদের প্রতি বেশিরভাগ সহিংসতা বাড়িতে সংঘটিত হয়। ঘরের প্রতি তিনজনের মধ্যে দুজন নারীই নানাভাবে পরিবারের লোকজনের দ্বারা আক্রান্ত হচ্ছেন। দেশের ২০টি জেলায় নারীদের ওপর হওয়া সহিংসতা এবং পুলিশের কাছে করা অভিযোগ থেকে তথ্য বিশ্লেষণ করে গবেষণাটি করা হয়েছে। অনুষ্ঠানে ‘কর্ম এবং শিক্ষা ক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধে সুপ্রিম কোর্টের নির্দেশনা ২০০৯ বাস্তবায়ন’ বিষয়ক পৃথক একটি গবেষণাপত্রও উপস্থাপন করা হয়। এতে বলা হয়, এ নির্দেশনা প্রণয়নের দীর্ঘ নয় বছর পরও কর্ম ও শিক্ষা ক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধে কার্যকর কোনো ব্যবস্থা বা কৌশল হাতে নিতে দেখা যায়নি। অ্যাকশন এইড বাংলাদেশ-এর ডেপুটি ডিরেক্টর ফারিয়া চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবদুল করিম এবং ভিকটিম সাপোর্ট সেন্টারের উপ-কমিশনার ফরিদা ইয়াসমিন প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর