শুক্রবার, ১৮ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা
অষ্টম কলাম

প্রধানমন্ত্রীর নামে ফেসবুকে প্রতারণা গ্রেফতার ৫

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যসহ জাতীয় নেতাদের নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে প্রতারণার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছেন       র‌্যাব-২ এর সদস্যরা। তারা হলো- ওমর ফারুক, সাব্বির হোসেন, আল আমিন, আমিনুল ইসলাম ও মনির হোসেন। এ সময় তাদের কাছ থেকে ১২টি মোবাইল ফোন এবং একটি ল্যাপটপ উদ্ধার করা হয়। বুধবার রাতে মগবাজার, ডেমরা, মোহাম্মদপুর, কেরানীগঞ্জ ও সাভার থেকে তাদের গ্রেফতার করা হয়। গতকাল র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান জানান, নির্বাচনকে ঘিরে সক্রিয় হওয়া সাইবার অপরাধীচক্র এখন ভিন্নপথ অবলম্বন করছে। তারা এখন প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট খুলে প্রতারণা ও রাষ্ট্রবিরোধী প্রচারণা চালাচ্ছে। এসব চক্রের অন্য অপরাধীদের আইনের আওতায় আনতে র‌্যাব সদস্যরা তৎপর রয়েছেন।

গ্রেফতারকৃতরা ভুয়া পেজে প্রধানমন্ত্রীর নামে তাদের ফোন নম্বর দেয়। এতে অনেকে প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করতে চাইলে ওই নম্বরে ফোন দিয়ে প্রতারণার শিকার হন। প্রতারক ব্যক্তিরা সম্প্রতি সংসদে সংরক্ষিত আসনে মনোনয়ন ফরম নেয়া প্রার্থীদের ফোন করে তাদের মনোনয়ন নিশ্চিতের বিষয়ে প্রলোভন দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টা চালিয়েছিল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর