শনিবার, ১৯ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

বসুন্ধরায় প্লাস্টিক ও গার্মেন্ট পণ্য মেলায় ভিড়

নিজস্ব প্রতিবেদক

বসুন্ধরায় প্লাস্টিক ও গার্মেন্ট পণ্য মেলায় ভিড়

ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) চলছে প্লাস্টিক, গার্মেন্ট পণ্য ও প্যাকেজিং শিল্প প্রযুক্তির চার দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী। এ প্রদর্শনীতে পণ্য উৎপাদন ও প্যাকেজিংয়ে আধুনিক প্রযুক্তির মেশিনারিজ প্রদর্শন করা হচ্ছে। গতকাল মেলার দ্বিতীয় দিনে গিয়ে দেখা গেছে, সারা দেশ থেকে উদ্যোক্তারা এসেছেন। আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শিল্প স্থাপনে পরামর্শ দেওয়া ও হাতে-কলমে এসব ব্যবহার শিখছেন। এএসকে ট্রেড আয়োজন করেছে এ মেলার।

প্রদর্শনী ঘুরে দেখা গেছে, প্রত্যেক স্টলে কর্মীরা মেশিন চালাচ্ছেন। দর্শনার্থীদের দেখিয়ে দিচ্ছেন কীভাবে কাজ করে এসব মেশিন। মেশিনারিজ সাপ্লাইয়ার,  ইমপোর্টাররা উদ্যোক্তাদের হাতে-কলমে শিখিয়ে দিচ্ছেন। স্বয়ংক্রিয় মেশিনে পোশাক প্যাকেটজাত করার অত্যাধুনিক যন্ত্র। চোখের নিমিষেই বিভিন্ন পণ্য প্যাকেটজাত হচ্ছে। একজন অপারেটরের মাধ্যমে একটি কারখানার সব পোশাক প্যাকেটজাত করা সম্ভব। প্রদর্শনীতে আগত দর্শনার্থীদের সামনে গার্মেন্ট শিল্পের জন্য প্রাকৃতিক এবং কৃত্রিম ফেব্রিকের নতুন এবং উদ্ভাবনীমূলক মিশ্রণ উপস্থাপন করা হয়েছে। বাংলাদেশসহ অন্যান্য দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর গার্মেন্ট অ্যাক্সেসরিজ এবং মোড়কসহ সংশ্লিষ্ট পণ্যের বিস্তৃত সংগ্রহ। একটি মেশিনের মাধ্যমে উৎপাদিত হবে বিশ্বমানের ফুটওয়ার। মেলায় উদ্যোক্তাদের জন্য বিশেষ পরামর্শক সেল রয়েছে। উদ্যোক্তারা মেলায় এসে নিজের কারখানা স্থাপনের জন্য সব ধরনের সহযোগিতা পাচ্ছেন। উদ্যোক্তারা সরাসরি কথা বলেন এবং কীভাবে প্রযুক্তি ব্যবহার করতে হয় তা শিখছেন। শিল্পে ব্যবহৃত সুয়িং থ্রেড, ওভেন লেভেল, পলিব্যাগ, লক পলি, ব্যাকবোর্ড, মেটালমোটিভ, লেদারব্যাজ, গামটেপ, সাবলিমেশন প্রিন্ট, অফসেট প্রিন্ট, থার্মাল প্রিন্ট, রাবার প্যাচসহ বিভিন্ন সামগ্রী প্রদর্শন করা হয়েছে। মেলায় এসে দর্শনার্থীরা এসব ঘুরে ঘুরে দেখছেন। এশিয়া, ইউরোপ, আমেরিকাসহ বিভিন্ন দেশ থেকে বস্ত্র ও পোশাক শিল্পের সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলো তাদের সর্বশেষ প্রযুক্তি নিয়ে হাজির হয়েছে। আন্তর্জাতিকমানের স্যুয়িং, নিটিং, এমব্রয়ডারি, লন্ড্রি, ফিনিশিং, ডায়িং, ক্যাড/ক্যাম, প্রিন্টিং কাটিং, স্প্রেডিং মেশিনারি প্রদর্শন করছে। বিভিন্ন কোম্পানি প্রাকৃতিক ও কৃত্রিম সুতা এবং ওভেন ও নিট শিল্পের জন্য উভয়ের মিশ্রণের সর্বাধুনিক সংগ্রহ তুলে ধরেছে। প্রদর্শনীতে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো গার্মেন্ট অ্যাক্সেসরিজ, লেবেলিং, জিপার, ট্যাগ, ট্যাপ, থ্রেড, রিবন, বাটন, রিভেট, লেইস, হুক, ট্রান্সফার ফিঞ্চ, পেপার, ইন্ক ইত্যাদিসহ সংশ্লিষ্ট মেশিনারি তুলে ধরেছে। এবারের প্রদর্শনীতে বাংলাদেশ, ভারত, চীন, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, শ্রীলঙ্কা, জার্মানি, সিঙ্গাপুর, জাপান, তাইওয়ান, হংকং-এর শতাধিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। প্রতিষ্ঠানগুলো তাদের উৎপাদন, নিরাপত্তা, কর্মপরিবেশ, দক্ষতা, পণ্যের মান, বৈচিত্র্যতা এবং মোড়কজাতকরণ ইত্যাদি কাজে ব্যবহৃত প্রযুক্তি উপস্থাপন করছে। এ প্রদর্শনী প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত সবার জন্য উম্মু ক্ত থাকবে।

সর্বশেষ খবর