শনিবার, ১৯ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

অভিনেতা তানভীরের ঝুলন্ত লাশ

নিজস্ব প্রতিবেদক

অভিনেতা তানভীরের ঝুলন্ত লাশ

রাজধানীর উত্তরার একটি বাসা থেকে মঞ্চ, টিভি ও চলচ্চিত্র অভিনেতা এবং পরিচালক তানভীর হাসান সুমনের (৪২) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুরে উত্তরার সেক্টর-৪, রোড-৪, বাড়ি-৩৫ এর দ্বিতীয় তলা থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে। তানভীরের ভগ্নিপতি ইশতিয়াক আহমেদ জানান, দুদিন আগে স্ত্রী কোহিনূর নাহার আখন্দ ও ছয় বছরের ছেলে প্রখরকে নিয়ে তার উত্তরার ওই বাসায় বেড়াতে আসেন তানভীর। তিনি দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন। গত ৪-৫ বছর আগে থেকেই কাজ ছেড়ে দেন। দেড় মাস আগে ব্রেইন স্ট্রোক করেন। এরপর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। উত্তরা পূর্ব থানার এসআই আবদুর রহিম জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে রাতের খাবার খেয়ে ঘুমাতে যান তানভীর। রুমের দরজা বন্ধ ছিল। সকালে গৃহপরিচারিকা রুম পরিষ্কার করার জন্য ভিতরে প্রবেশ করে দেখেন তানভীর ফ্যানের সঙ্গে ঝুলছেন।  মানসিকভাবে অসুস্থতার কারণেই তানভীর আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। তানভীর পরিবার নিয়ে মিরপুরের শেওড়াপাড়ায় থাকতেন। তানভীর ঢাকা লিটল থিয়েটারের সদস্য ছিলেন। পরে তিনি নাট্যকেন্দ্রে যোগ দেন। নাটকে অভিনয়ের পাশাপাশি তিনি পরিচালনাও করেছেন। বিজ্ঞাপনচিত্র নির্মাতা হিসেবে সুনাম অর্জন করেন। কাজ করেছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রেও। ছবি আঁকতেন, ছিলেন ফ্যাশন ডিজাইনার। তিনি ঢাকা কলেজ থেকে এইচএসসি পাস করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর করেছেন। বাড়ি লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ বাজার থানার পশ্চিম লতিফপুরে।

সর্বশেষ খবর