মঙ্গলবার, ২২ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

বুথে ঢুকে যমুনা ব্যাংকের সিকিউরিটি গার্ডকে হত্যা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর এটিএম বুথ থেকে এক নিরাপত্তাকর্মীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল ভোরে বারিধারা জে ব্লকের ২৮ নম্বর নয়ানগর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত নিরাপত্তাকর্মীর নাম মো. শামীম (২৩)। তিনি এলিট ফোর্স নামের একটি প্রতিষ্ঠানের হয়ে যমুনা ব্যাংকের ওই এটিএম বুথের নিরাপত্তাকর্মীর দায়িত্ব পালন করছিলেন। তার গ্রামের বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায়। তিনি বারিধারায়ই থাকতেন। এ ঘটনায় এলিট ফোর্সের নিরাপত্তাকর্মীদের দায়িত্বে থাকা শাহিন ও নজরুল নামে দুই সুপারভাইজারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে ভাটারা থানা পুলিশ।বুথটির সিসিটিভি ফুটেজও জব্দ করা হয়।

পুলিশ জানায়, লাশ উদ্ধারের পরই এটিএম বুথটি বন্ধ করে নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। জব্দ সিসিটিভি ফুটেজে খুনে জড়িত একজন ব্যক্তিকে দেখা গেছে। ওই ব্যক্তি মুখে গামছা বেঁধে ভিতরে ঢুকে নিরাপত্তাকর্মীর মাথায় হাতুড়ি দিয়ে উপর্যুপরি পেটাতে থাকে। একপর্যায়ে নিরাপত্তাকর্মীকে অচেতন করে রেখে সিসিটিভির ক্যামেরা ভেঙে ফেলে। এরপর হাতুড়ি দিয়ে বুথের টাকার ভল্ট ভাঙার চেষ্টা চালায়, তবে ভল্ট ভাঙতে না পেরে ওই দুর্বৃত্ত পালিয়ে যায়। বুথটি থেকে কোনো টাকা খোয়া যায়নি বলেও জানিয়েছে পুলিশ। এলিট ফোর্সের শহিদ নামের এক নিরাপত্তাকর্মী জানান, নিহত শামীমের ডিউটি ছিল রবিবার রাত ১০টা থেকে গতকাল ভোর ৬টা পর্যন্ত। ডিউটি পালাবদলের সময় ওলি নামের আরেক নিরাপত্তাকর্মী এসে বুথে শামীমের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন। খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। ঢাকা মহানগর পুলিশের বাড্ডা জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) আশরাফুল করিম জানান, ওই নিরাপত্তাকর্মীকে হত্যার কারণ অনুসন্ধান চলছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হত্যাকারী টাকা লুটের উদ্দেশ্যে বুথে প্রবেশ করেছিল।

সর্বশেষ খবর