মঙ্গলবার, ২২ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

সৌদি আরব থেকে ফিরলেন আরও ১২৮ নির্যাতিত

কূটনৈতিক প্রতিবেদক

বিভিন্ন ‘শারীরিক ও মানসিক নির্যাতনের’ শিকার হয়ে আরও ১২৮ বাংলাদেশি নারী ও পুরুষ শ্রমিক সৌদি আরব থেকে বাংলাদেশে ফিরেছেন। এর মধ্যে অধিকাংশই গৃহকর্মী। নির্যাতিতদের মধ্যে কয়েকজন অসুস্থ নারী কর্মীকে বিমানবন্দর থেকে হাসপাতালে পাঠানো হয়েছে। শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে প্রায় দেড় হাজার নারী গত বছর সৌদি আরব থেকে দেশে ফিরেছেন। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর এক কর্মকর্তা জানান, রবিবার রাত ১০টার দিকে সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে তারা ঢাকা ফিরে আসেন। এর মধ্যে একজন নারী শ্রমিক এতটাই দুর্বল যে তিনি একটি কথাও বলতে পারছেন না। তিনিসহ ২০ বছরের কম বয়সের আরও দুই নারী শ্রমিক শারীরিক এবং মানসিকভাবে দুর্বল হওয়ায় তাদেরকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়। তাদের তত্ত্বাবধান করছেন প্রবাসী কল্যাণ ডেস্ক এবং বিআরএসি মাইগ্রেশন প্রোগ্রাম। ফেরত আসা কয়েকজন পুরুষ শ্রমিকের অভিযোগ, রেসিডেন্সি পারমিট থাকা সত্ত্বেও সৌদি পুলিশ তাদেরকে আটক করে দেশে ফেরত পাঠায়।

সর্বশেষ খবর