বৃহস্পতিবার, ২৪ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

এক ছাদের নিচে তিন প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক

এক ছাদের নিচে তিন প্রদর্শনী

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হলো ‘১৫তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো-২০১৯’ এর শীতকালীন আসর। একই সঙ্গে শুরু হয়েছে ‘৩৫তম ডাই প্লাস ক্যাম বাংলাদেশ এক্সপো-২০১৯’ এবং ‘তৃতীয় ঢাকা ইন্টারন্যাশনাল ডেনিম শো-২০১৯’ নামে আরও দুটি প্রদর্শনী। গতকাল আইসিসিবির সেমিনার হলে প্রদর্শনী তিনটির উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এক ছাদের নিচে চার দিনব্যাপী প্রদর্শনী তিনটি চলবে আগামী ২৬ জানুয়ারি পর্যন্ত। ২২টি দেশের ৩৭০টি প্রতিষ্ঠান এতে অংশ নিয়েছে। প্রদর্শনীতে থাকছে সব ধরনের সুতা, ডেনিম, নিটেড ফেব্রিক, ফ্লিস ইয়ার্ন অ্যান্ড ফাইবার, রং, রাসায়নিক দ্রব্যাদি, নিত্যনতুন প্রযুক্তি এবং সর্বশেষ ও উদ্ভাবনী কাঁচামাল। প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত প্রদর্শনীগুলো সবার জন্য উন্মুুক্ত থাকবে। যৌথভাবে এ প্রদর্শনীর আয়োজন করেছে সেমস গ্লোবাল এবং সাব কাউন্সিল অব টেক্সটাইল ইন্ডাস্ট্রি-টেক্স (সিসিপিআইটি-টেক্স)। প্রধান অতিথির বক্তৃতায় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, এ সরকার ব্যবসাবান্ধব। আমি নিজেও ৩০ বছরের বেশি সময় পোশাক শিল্পের সঙ্গে জড়িত। মন্ত্রী হয়েছি বলে আমি সুর পাল্টাব না। আমি আপনাদের মতো করেই কথা বলব। আপনাদের মতো করেই দেশের শিল্পকে কীভাবে এগিয়ে নেওয়া যায়, সেভাবে কাজ করব। তিনি বলেন, পাকিস্তানিরা আমাদের সব সম্পদ লুট করে নিয়ে গিয়েছিল। এরপরও সব দিক দিয়ে তারা আমাদের পেছনে পড়েছে। আজ বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় এক হাজার ৭৫৪ ডলার। এটা দেখে অনেকেই ঈর্ষান্বিত হয়। গত অর্থবছরে ৭ দশমিক ৬৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করে বাংলাদেশ বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। ক্রয় ক্ষমতার বিবেচনায় বাংলাদেশ এখন বিশ্বের ৩২তম বৃহৎ অর্থনীতির দেশ। তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বে আমরা দ্বিতীয়। দেশের আপামর মানুষের চেষ্টায় এটা সম্ভব হয়েছে। আমাদের অর্থনীতিতে  পোশাক শিল্পের অবদান ব্যাপক। ৬০ লাখ শ্রমিক এ শিল্পের ওপর নির্ভরশীল। বছরে এ খাত থেকে ৩০ বিলিয়ন ডলারের বেশি আয় হয়। ২০২১ সালের মধ্যে এ আয় ৫০ বিলিয়নে নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করছে সরকার। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান, সেন্টার অব এক্সিলেন্স ফর বাংলাদেশ অ্যাপারেল ইন্ডাস্ট্রির সভাপতি আতিকুল ইসলাম, নিট গার্মেন্ট ব্যবসায়ীদের সংগঠন বিকেএমইএর সহসভাপতি মনসুর আহমেদ, সেমস গ্লোবালের ব্যবস্থাপনা পরিচালক মেহেরুন এন ইসলাম প্রমুখ।

সর্বশেষ খবর