বৃহস্পতিবার, ২৪ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

সড়কে একই পরিবারের ছয়জনসহ নিহত ১২

প্রতিদিন ডেস্ক

সড়কে একই পরিবারের ছয়জনসহ নিহত ১২

সড়ক দুর্ঘটনায় দেশের বিভিন্ন জেলায় ১২ জন নিহত হয়েছেন। এর মধ্যে লক্ষ্মীপুরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ছয়জনসহ সাতজন নিহত হয়েছেন। গাইবান্ধায় যাত্রীবাহী কোচ চাপা দিলে ঘটনাস্থলেই রিকশাভ্যানের দুই যাত্রী নিহত হন। ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাসের চাপায় নিহত হয়েছেন ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী। এ ছাড়া ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মোটরসাইকেলকে একটি ট্রাক চাপা দিলে এক কলেজশিক্ষক নিহত হন। প্রতিনিধিদের পাঠানো খবর- লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে হাসপাতালে চিকিৎসাধীন আহত ছাত্রলীগ নেতাকে দেখতে যাওয়ার পথে ট্রাক-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ছয়জনসহ  সাতজন  নিহত হয়েছেন। গতকাল ভোররাতে ঢাকা-রায়পুর মহাসড়কের রতনপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের মরদেহ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘন কুয়াশা ও দ্রুতগতিতে গাড়ি চালানোয় এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ। নিহতরা হলেন চন্দ্রগঞ্জ বসুদুহিতা এলাকার স্থানীয় ছাত্রলীগ নেতা (চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগ সদস্য) নাদিম মাহমুদ অন্তরের মা নাসিমা ও তার স্বামী ব্যবসায়ী শাহ আলম, অন্তরের নানি শামছুন্নাহার (৬৫), খালা রোকেয়া, সৎ ভাই অমিত হোসেন ইমন (২) ও খালাতো ভাই রুবেল (২১) এবং সিএনজিচালক নূর হোসেন সোহাগ। চালক সোহাগ সদর উপজেলার বাঙ্গাখা ইউনিয়নের বাসিন্দা। পুলিশ ও নিহতের স্বজনরা জানান, ভোররাতে লক্ষ্মীপুর থেকে ছেড়ে যাওয়া একটি মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৪-০৬৭৭৭) ঘন কুয়াশার ভিতর দ্রুতগতিতে চট্টগ্রাম যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালকসহ ওই সিএনজিতে থাকা সব যাত্রী নিহত হন। পরে ফায়ার সার্ভিস, পুলিশ ও এলাকাবাসী উদ্ধার অভিযান চালায়। দুর্ঘটনাকবলিত ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশাটি উদ্ধার করে জব্দ করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে বলে জানান পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন। নিহতের স্বজন  সাহাবুদ্দিন ও আলম জানান, মধ্যরাতে স্থানীয় ছাত্রলীগ নেতা অন্তরকে পিটিয়ে আহত করে দুর্বৃত্তরা। তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অন্তরের স্বজনরা তাকে দেখতে হাসপাতালে যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হন। তারা নিরাপদ সড়ক ও ঘটনার বিচার দাবি করেন। গাইবান্ধা : গাইবান্ধার গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কে গোবিন্দগঞ্জ উপজেলার বাগদাবাজার এলাকায় শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী কোচ একটি রিকশাভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই রিকশাভ্যানের দুই যাত্রী নিহত হন। এ সময় রিক্সাভ্যান চালকসহ তিনজন আহত হন। মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়া : কুমিল্লা-সিলেট মহাসড়কের যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। গতকাল বেলা আড়াইটার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের মীরহাটি এলাকার এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। ময়মনসিংহ : ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় কলেজশিক্ষক মো. ছাইফুল ইসলাম নিহত হয়েছেন। গুরুতর আহত অপর আরোহীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। গতকাল দুপুরে উপজেলার সন্তোষপুর কান্দুরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

সর্বশেষ খবর