বৃহস্পতিবার, ২৪ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

কেনাকাটা হবে উন্মুক্ত দরপত্রে : অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

অনিয়ম-দুর্নীতি প্রতিরোধে এখন থেকে প্রত্যেকটি সরকারি কেনাকাটা সরাসরি ক্রয় পদ্ধতির পরিবর্তে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে করার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থনৈতিক বিষয় ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। অর্থমন্ত্রী বলেন, অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে পানিসম্পদ মন্ত্রণালয়ের নীতিগত অনুমোদনের জন্য একটি প্রস্তাব এসেছিল। কিন্তু অনুমোদন দেওয়া হয়নি। প্রধানমন্ত্রীর কমিটমেন্ট, তিনি আর কোথাও অনিয়ম, ব্যত্যয় বা ত্রুটি কোনো কাজেই দেখতে চাচ্ছেন না। সরকারি কেনাকাটার বিষয়টি একটি বড় বিষয়। আমরা যদি সঠিক দাম নির্ধারণ করতে না পারি, তাহলে অপচয় বাড়বে। তাই আমাদের সিদ্ধান্ত হলো- অপচয় রোধ করার জন্য স্বচ্ছতার নিরিখে প্রত্যেকটি কেনাকাটা উন্মুক্ত দরপত্রের মাধ্যমে করার চেষ্টা করা হবে। গতকালের বৈঠকে জানানো হয় দোহাজারী থেকে রামু হয়ে কক্সবাজার এবং রামু থেকে ঘুমধুম পর্যন্ত সিঙ্গেল রেললাইন ডুয়েল গেজ ট্র্যাক নির্মাণ প্রকল্প বাস্তবায়নে পরামর্শক নিয়োগ দিয়েছে সরকার। সাংবাদিকরা জানতে চান কতদিনের মধ্যে কক্সবাজার পর্যন্ত রেলে যাওয়া যাবে। উত্তরে তিনি বলেন, আমার মনে হয় আগামীকাল যেতে পারবেন। কীভাবে জানতে চাইলে তিনি বলেন, আমি তো আগামীকালের ডেফিনেশন দেয়নি। তিনি বলেন, অতি দ্রুত যাওয়া যাবে। এখন আর কোনো সমস্যা নেই। আমাদের মূল সমস্যা ছিল ভূমি অধিগ্রহণ। এখন আর সমস্যা নেই, প্রয়োজনীয় জমি আমরা পেয়ে গেছি। কাজও শুরু হয়ে গেছে। ২০২২ সালে এ প্রকল্পটি শেষ করার কথা। আশা করছি, নির্ধারিত সময়েই এটি শেষ হবে।

 

সর্বশেষ খবর