বৃহস্পতিবার, ২৪ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

কম্বল দেওয়ার কথা বলে ধর্ষণ কিশোরীকে

পাবনা প্রতিনিধি

পাবনার বেড়ায় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের এক কন্যাশিশুকে কম্বল দেওয়ার কথা বলে ডেকে নিয়ে অস্ত্রের মুখে ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় পুলিশ আবদুর রাজ্জাক নামে এক বরখাস্ত পৌর কাউন্সিলরকে গ্রেফতার করেছে। এদিকে ধর্ষণের প্রতিবাদে গতকাল বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে কয়েকটি সংগঠন।

জানা গেছে, গত সোমবার সকাল ৮টার দিকে বেড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বরখাস্ত হওয়া কাউন্সিলর বনগ্রাম দক্ষিণ মহল্লার হাজী মো. খোয়াজ মোল্লার ছেলে আবদুর রাজ্জাক (৪৫) একই মহল্লার নয় বছরের শিশু কন্যাকে কম্বল দেওয়ার কথা বলে ডেকে নিয়ে যান। তিনি পাশের একটি পরিত্যক্ত টিনের ঘরের মধ্যে অস্ত্রের ভয় দেখিয়ে শিশুটিকে ধর্ষণ করেন এবং পরে শিশুটিকে ফেলে পালিয়ে যান। এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে ওইদিন রাতে বেড়া মডেল থানায় একটি মামলা করেন। বেড়া থানা পুলিশ মামলাটি আমলে নিয়ে মঙ্গলবার ভোররাতে বেড়া পৌর এলাকা থেকে আবদুর রাজ্জাককে গ্রেফতার করে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি ধারালো অস্ত্র ও ধর্ষণের কিছু আলামত উদ্ধার করেছে। বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীদ মাহমুদ খান জানান, মঙ্গলবার বিকালে গ্রেফতার রাজ্জাককে আদালতের মাধ্যমে পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে বেড়া থানায় এটি ছাড়াও দুটি ধর্ষণ ও দুটি মাদক মামলা রয়েছে। পৌর মেয়র আবদুল বাতেন জানান, রাজ্জাককে এর আগে মাদক ও ধর্ষণ মামলায় পুলিশ গ্রেফতার করার পর স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে তাকে বরখাস্ত করা হয়। বিক্ষোভ-মানববন্ধন : বেড়া উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদসহ বেড়া উপজেলার সর্বস্তরের মানুষ ধর্ষকের ফাঁসি দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে। গতকাল বেলা ১২টার দিকে বেড়া প্রেস ক্লাবের সামনের রাস্তায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়। পরে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে এসে প্রতিবাদ সভায় মিলিত হয়। সভায় বক্তারা পিতৃহীন অসহায় শিশুকে ধর্ষণকারী রাজ্জাকের ফাঁসি দাবি করেন।

সর্বশেষ খবর