বৃহস্পতিবার, ২৪ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা
হলি আর্টিজানে হামলা

সাক্ষ্য দিলেন চারজন

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর গুলশান হলি আর্টিজানে জঙ্গিদের হামলা মামলায় বেকারির মালিক সাদাত মেহেদীসহ চারজনের সাক্ষ্যগ্রহণ করেছে আদালত। পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ২৯ জানুয়ারি দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। গতকাল ঢাকার সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান এ দিন ধার্য করেন। অন্য সাক্ষীরা হলেন সাদাত মেহেদীর স্ত্রী সামিরা আহম্মেদ, লেকভিউ ক্লিনিকের ক্যান্টিন ম্যানেজার আবদুল হাকিম ও হলি আর্টিজানের শেফ আকাশ খান। এই মামলায় এ পর্যন্ত ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। অভিযোগপত্রে থাকা ২১ জন আসামির মধ্যে ১৩ জন মারা যাওয়ায় তাদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। নিহত ১৩ জনের মধ্যে ৮ জন বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের সময় এবং ৫ জন ঘটনাস্থলে নিহত হয়। উল্লেখ্য, ২০১৬ সালের ১ জুলাই রাতে হলি আর্টিজান বেকারিতে হামলা চালিয়ে বিদেশি নাগরিকসহ ২০ জনকে হত্যা করে জঙ্গিরা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর