রবিবার, ২৭ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

গুলিবিদ্ধ লাশের গলায় চিরকুট ‘ধর্ষণের এই পরিণতি’

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির কাঁঠালিয়ায় ভাণ্ডারিয়ার একটি গণধর্ষণ মামলার আসামি সজল জোমাদ্দারের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল দুপুরে কাঁঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের বলতলা গ্রামের একটি মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত সজল পার্শ্ববর্তী পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার নদমুলা গ্রামের আবুল হোসেন জোমাদ্দারের ছেলে। সে ভাণ্ডারিয়া থানার একটি গণধর্ষণ মামলার প্রধান আসামি। পুলিশ জানায়, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সজলের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের বুকে লেমিনেটিং করা একটি কাগজে লেখা ছিল তার নাম সজল। সে মাদ্রাসা ছাত্রী কারিমা ধর্ষণ মামলার আসামি। ধর্ষণের কারণে তার এই পরিণতি। খবর পেয়ে ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (রাজাপুর-কাঁঠালিয়া সার্কেল) মো. মোজাম্মেল হোসেন রেজা ঘটনাস্থল পরিদর্শন করেন। উল্লেখ্য, গত ১২ জানুয়ারি বেলা ১১টার দিকে পিরোজপুরের ভা ারিয়া উপজেলার নদমুলা গ্রামের বাড়ি থেকে পাশের হেতালবুনিয়া নানা বাড়ি বেড়াতে যাওয়ার পথে এক মাদ্রাসা ছাত্রীকে তুলে নিয়ে পানের বরজের ভিতর গণধর্ষণ করা হয়। এ মামলায় সজলকে প্রধান আসামি করে ১৪ জানুয়ারি ভান্ডারিয়া থানায় একটি মামলা দায়ের হয়। মামলার পর থেকেই সজল জোমাদ্দার নিখেঁাঁজ ছিল বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন।

কাঁঠালিয়া থানার ওসি মো. এনামুল হক জানান, দুপুরে এলাকাবাসীর তথ্যে ভান্ডারিয়া থানার একটি ধর্ষণ মামলার ২ নম্বর আসামি সজলের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের চাচা তাকে শনাক্ত করেছেন। আইনগত কার্যক্রম শেষে তার মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে। তার কানের পাশে একটি ক্ষত দেখা গেছে। ধারণা করা হচ্ছে, তাকে কেউ গুলি করে মেরেছে।

সর্বশেষ খবর