শিরোনাম
শুক্রবার, ১ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা
কেমন ডাকসু নির্বাচন চাই

পোলিং বুথ হলেই থাকবে এটা মীমাংসিত বিষয়

-সাদ্দাম হোসেন, ছাত্রলীগ

জয়শ্রী ভাদুড়ী

পোলিং বুথ হলেই থাকবে এটা মীমাংসিত বিষয়

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে (ডাকসু) হলের বাইরে ভোট কেন্দ্র স্থাপনের দাবিকে হাস্যকর ও অযৌক্তিক বলে দাবি করেছেন বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। তিনি বলেন, ‘এই দাবি অযৌক্তিক, হাস্যকর এবং অবাস্তব। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে হল সংসদ নির্বাচন কখনো হলের বাইরে হয়নি। তাছাড়া শিক্ষার্থীদের ৭০ ভাগই হলে থাকে। পরিবেশ পরিষদের বৈঠকে আমাদের ছাত্র সংগ্রাম পরিষদের নেতারাসহ সবাই হলের ভিতরে ভোট করার পক্ষে মত দিয়েছেন। এটা নিয়ে মতামত দেওয়ারও কিছু নেই। এটা এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠিত প্রথা, রীতি এবং ঐতিহ্য। যে সংগঠনগুলো এ দাবি জানিয়েছে তারা হলে অবস্থানকারী সাধারণ শিক্ষার্থীদের গণতান্ত্রিক মূল্যবোধকে অপমান করেছে। তারা ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ঘোলা জলে মাছ শিকার করতে চায়।’

গতকাল সন্ধ্যায় বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপচারিতায় এ কথা বলেন সাদ্দাম হোসেন। ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভায় চূড়ান্ত হওয়া বিভিন্ন বিধি প্রসঙ্গে তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভায় ডাকসু নির্বাচনের গঠনতন্ত্র, ভোটাধিকার ও আচরণবিধি চূড়ান্ত করাকে আমরা স্বাগত জানাই। সবার দীর্ঘ প্রত্যাশা অনুযায়ী সমঝোতার পরিবেশে দীর্ঘ ২৮ বছর পর ডাকসু নির্বাচন হচ্ছে। আমরাও নির্বাচনে প্রস্তুতি নিচ্ছি। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিবেচনাবোধের পরিচয় মিলেছে।’ সাদ্দাম হোসেন বলেন, ‘এখন আমরা সব ছাত্র সংগঠনগুলোকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানাচ্ছি, যাতে ১১ মার্চ ডাকসু নির্বাচন যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। ডাকসুর পরিবেশ নিয়ে কোনো কোনো ছাত্র সংগঠন রাজনৈতিক ফায়দা নিতে চাচ্ছে। নির্বাচনে প্রত্যাখ্যাত ও সাধারণ শিক্ষার্থীদের কাছে অজনপ্রিয় হওয়ার ভয়ে তারা এটা চাইছে। এসব কথা বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বিভ্রান্ত করা যাবে না।’

সর্বশেষ খবর