শনিবার, ২ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

মহাসড়কে ছোট যানবাহন নিষিদ্ধ করতে হবে

-ড. এস এম সালেহ উদ্দিন

মহাসড়কে ছোট যানবাহন নিষিদ্ধ করতে হবে

সড়ক ও পরিবহন বিশেষজ্ঞ ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) সাবেক নির্বাহী পরিচালক ড. এস এম সালেহ উদ্দিন বলেন, মহাসড়কে ছোট যানবাহন এবং ধীরগতির যানবাহন চলাচল নিষিদ্ধ করতে হবে। চালকরা নিয়ম না মেনে ওভারটেকিংয়ের প্রতিযোগিতায় নামছেন। ১৪-১৫ লাখ চালক সঠিকভাবে প্রশিক্ষণ না নিয়ে মহাসড়কে গাড়ির স্টিয়ারিং ধরছেন। ফলে প্রাণহানি কিংবা অঙ্গহানির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে। বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে কথোপকথনে তিনি বলেন, প্রতিদিনের গণপরিবহনে চালকদের প্রয়োজন রয়েছে। এ জন্য চালকরাও জানে তাদের প্রয়োজনীয়তা। এদিকে আইনের কঠোর প্রয়োগ না থাকায় অন্যায় করে পার পেয়ে যাচ্ছেন চালকরা। এই অরাজক পরিস্থিতি বদলাতে চালকদের প্রশিক্ষণে জোর দিতে হবে। সঠিকভাবে গাড়ি চালানোর ট্রেনিং দিতে হবে। চালকরা বৈধভাবে লাইসেন্স পেলে দুর্ঘটনার সংখ্যা কমে যাবে।

সর্বশেষ খবর