শনিবার, ২ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

চালক তৈরির প্রক্রিয়া পাল্টাতে হবে

-মোজাম্মেল হক চৌধুরী

চালক তৈরির প্রক্রিয়া পাল্টাতে হবে

যাত্রীকল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, সড়কে প্রতিনিয়ত আইন ভঙ্গ করছেন চালকরা। অধিকাংশ চালকই জানেন না সড়কে গাড়ি চালানোর নিয়মকানুন। তাই চালক তৈরির এ প্রক্রিয়া পাল্টাতে হবে। বেসরকারি ট্রেনিং সেন্টারগুলোর প্রশিক্ষণ পদ্ধতির বিষয়ে নজরদারি জোরদার করতে হবে।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক মান বিবেচনা করে চালকদের ড্রাইভিং লাইসেন্স দেওয়া উচিত। কিন্তু বেসরকারি ইনস্টিটিউটগুলো এই মান বিবেচনার কোনো তোয়াক্কাই করে না। আইনকানুন না জেনেই রাস্তায় গাড়ি নিয়ে নামছেন চালকরা। গণপরিবহনের পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে আর রাস্তায় বাড়ছে ব্যক্তিগত গাড়ি এবং মোটরসাইকেল। ছোট ছোট যানবাহনে ভরে যাচ্ছে মহাসড়ক। এতে বাড়ছে দুর্ঘটনা এবং সাধারণ মানুষের দুর্ভোগ। চালকদের লাইসেন্স প্রদান এবং গণপরিবহন নিয়ে সমন্বিত পরিকল্পনা না করলে এ সমস্যা আরও জটিল হবে।

সর্বশেষ খবর