বৃহস্পতিবার, ৭ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ধুনটে নারী পুলিশ কর্মকর্তার আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

ধুনটে নারী পুলিশ কর্মকর্তার আত্মহত্যা

বগুড়ার ধুনট থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রোজিনা খাতুন আত্মহত্যা করেছেন। গত মঙ্গলবার রাত ১০টার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার           মৃত্যু হয়। হাসপাতালের চিকিৎসকরা জানান, বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবনে তার মৃত্যু হয়েছে। এদিকে গতকাল রোজিনার লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। ধুনট থানা পুলিশ জানায়, নাটোরের সিংড়া উপজেলার বাহাদুরপুর গ্রামের নান্নু মিয়ার মেয়ে রোজিনা খাতুন ২০০৭ সালে পুলিশ কনস্টেবল পদে চাকরিতে যোগদান করেন। ২০০৮ সালে একই এলাকার আবদুল লতিফ মোল্লার ছেলে হাসান আলীর সঙ্গে রোজিনা খাতুনের বিয়ে হয়। তার স্বামী হাসান আলী সিংড়া উপজেলার দমদমা কারিগরি স্কুলের সহকারী শিক্ষক। তাদের দাম্পত্য জীবনে ১ ছেলে ও ১ কন্যা সন্তানের জন্ম হয়।  ধুনট থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন জানান, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় বগুড়া সদর থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা হয়েছে।

সর্বশেষ খবর