বৃহস্পতিবার, ৭ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা
বৈঠকে ঐকমত্য

দুই দিন করে বিশ্ব ইজতেমার দায়িত্বে দুই পক্ষ

টঙ্গী প্রতিনিধি

আগামী ১৫ ফেব্রুয়ারি শুরু হওয়া ৫৪তম বিশ্ব ইজতেমা আয়োজনে বিবদমান দুই পক্ষে সমঝোতা হয়েছে। এ লক্ষ্যে তারা কর্মপন্থা নির্ধারণ করেছে। গতকাল বিকালে ময়দানে মাওলানা সা’দ ও মাওলানা যোবায়েরপন্থিদের সাতজন করে প্রতিনিধি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্তে উপনীত হন তারা। এতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী স্থানীয় এমপি জাহিদ আহসান রাসেল, গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর আলম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিআইজি) ওয়াই এম বেলালুর রহমান, যোবায়ের অনুসারী ইঞ্জিনিয়ার মেছবাউদ্দিন, সা’দ অনুসারী ইঞ্জিনিয়ার মহিবুল্লাহ উপস্থিত ছিলেন। বৈঠকে ১০ সিদ্ধান্তে একমত হয়ে ময়দান প্রস্তুতির কাজ শুরু করেন।

বৈঠক সূত্র জানায়, আগামী ১৫ ও ১৬ ফেব্রুয়ারি মাওলানা যোবায়ের অনুসারী এবং ১৭ ও ১৮ ফেব্রুয়ারি একই মাঠে মাওলানা সা’দপন্থি সৈয়দ ওয়াসিফ ইসলাম সমর্থিতরা ইজতেমার আয়োজন করবেন। যোবায়ের অনুসারীরা ১৬ ফেব্রুয়ারি মাগরিব নামাজের পূর্বে আখেরি মোনাজাত সম্পন্ন করবেন। এরপর রাত ১২টার মধ্যে ময়দান ত্যাগ করবেন। তাদের আমন্ত্রণে আগত বিদেশি মুসল্লিরা ইজতেমা শেষে উত্তরা হাজী ক্যাম্পে অবস্থান করবেন। আগামী ১৭ ফেব্রুয়ারি মাওলানা সা’দ অনুসারী সৈয়দ ওয়াসিফ ইসলাম সমর্থিতরা ফজরের নামাজের পর ময়দানে প্রবেশ শুরু করবেন। তবে ইজতেমা ময়দান প্রস্তুত করবেন যোবায়ের অনুসারীরা।

সর্বশেষ খবর