শনিবার, ৯ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

উচ্ছেদের পর তদারকি জোরদার করতে হবে

ড. আকতার মাহমুদ

উচ্ছেদের পর তদারকি জোরদার করতে হবে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. আকতার মাহমুদ বলেন, প্রায় প্রতি মাসেই বিভিন্ন সংস্থা উচ্ছেদ অভিযান পরিচালনা করে। কিন্তু স্থায়ী কোনো বন্দোবস্ত না করায় উচ্ছেদকৃত জায়গা আবার দখল হয়ে যায়। এজন্য উচ্ছেদের পর তদারকি জোরদার করতে হবে। এই নগর পরিকল্পনাবিদ আরও বলেন, নদীর পাড় ধরে ওয়াকওয়ে নির্মাণে জোর দিতে হবে। এ কাজগুলো করার সময় জনসম্পক্তৃতা বাড়াতে হবে। জনগণ ওয়াচডগের ভূমিকা পালন করলে দখলদাররা সাহস পাবে না। সংস্থাগুলোকে আরও বেশি কঠোর হতে হবে। মৌসুমি তদারকি না করে নদীর তীর সংরক্ষরণে নিয়মিত পর্যবেক্ষণ জোরদার করতে হবে। রাজধানীর চারপাশের নদীগুলোর ব্যপারে রাজউককে সজাগ থাকতে হবে। এ ছাড়া বিআইডব্লিউটিএ ও স্থানীয় প্রশাসনের নজরদারি বাড়াতে হবে।

সর্বশেষ খবর