শিরোনাম
শনিবার, ৯ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

স্থায়ী সমাধানের পরিকল্পনা করে উচ্ছেদ করতে হবে

কামরুল হাসান

স্থায়ী সমাধানের পরিকল্পনা করে উচ্ছেদ করতে হবে

প্রকৌশলী কামরুল হাসান বলেন, নদী দখলদারদের উচ্ছেদ করার আগেই পরবর্তীতে যেন দখল করতে না পারে সেই পরিকল্পনা করতে হবে। উচ্ছেদের পর ফেলে রাখলে আবার তাদের দখলে চলে যাবে নদী। এজন্য উচ্ছেদ অভিযান পরিচালনা শেষ হতেই স্থায়ীভাবে দখল ঠেকানোর উদ্যোগ গ্রহণ করতে হবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপচারিতায় তিনি আরও বলেন, সাধারণত দুই শ্রেণির মানুষ নদী দখলের সঙ্গে জড়িত। এর মধ্যে একশ্রেণি প্রভাবশালী, আরেক শ্রেণি ছিন্নমূল। নদী ভরাট করে দালানকোঠা তৈরি করে প্রভাবশালী মহল। এদের ঠেকাতে রাজনৈতিক সদিচ্ছা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আইনের শাসন বাস্তবায়ন হলে নদী দখলের সাহস কেউ দেখাবে না। উচ্ছেদ অভিযান পরিচালনা করার আগে স্থায়ী সমাধানের পথ খুঁজতে হবে। এক কাজ বার বার করার চেয়ে সময় নিয়ে স্থায়ী সমাধান করাই শ্রেয়।

সর্বশেষ খবর