মঙ্গলবার, ১২ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

আসছে নতুন বই

মোস্তফা মতিহার

আসছে নতুন বই

অমর একুশে গ্রন্থমেলায় গতকাল একাদশ দিনে নতুন বই এসেছে ১২৮টি। এর মধ্যে রয়েছে গল্প ২১, উপন্যাস ১৬, প্রবন্ধ ১০, কবিতা ৪৯, ছড়া ২, শিশুসাহিত্য ১, জীবনী ৪, রচনাবলি ১, মুক্তিযুদ্ধবিষয়ক ২, নাটক ১, বিজ্ঞানবিষয়ক ৪, ভ্রমণ ৩, ইতিহাসবিষয়ক ৫, রাজনীতি ১, স্বাস্থ্য ১, সায়েন্স ফিকশন ২ ও অন্যান্য ৫টি। এদিনের উল্লেখযোগ্য বইয়ের মধ্যে সময় প্রকাশন থেকে বের হয়েছে সৈয়দ শামসুল হকের নাটক ‘ফজল শেখের শেষ ম্যাজিক ও অন্যান্য’, চিলড্রেন বুক থেকে এসেছে আনিসুল হকের ‘গুড্ডু বুড়ার নতুন বোকামি তারপর’, কথাপ্রকাশ এনেছে সিরাজুল ইসলাম চৌধুরীর প্রবন্ধ ‘গণতন্ত্রের অভিমুখে’। টানা তিন দিনের তুলনায় গতকাল লোকসমাগম অনেক কম ছিল, আর বইয়ের বিকিকিনিও কম হয়েছে। তবে কোনোরকম হতাশার কথা বলেননি প্যাভিলিয়ন ও স্টলে কর্মরতরা। ঐতিহ্যের বিক্রয় ব্যবস্থাপক আমজাদ হোসেন কাজল বলেন, ‘শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির পরে সরস্বতী পূজার কারণে রবিবারও ছিল পাঠকের অনেক বেশি উপস্থিতি। টানা তিন দিনের উৎসবমুখর পরিবেশের পর সোমবার লোকসমাগম কম হবে এমনটাই স্বাভাবিক। উপস্থিতি কম থাকলেও যারা এসেছেন তারা সবাই বই কিনেছেন।’ দুই দফায় বিদ্যুৎ চলে যায় : গতকাল মেলায় দুই দফায় বিদ্যুৎ চলে যায়। ফলে সন্ধ্যার পর মেলায় বিরাজ করে ভুতুড়ে পরিবেশ। এ বিষয়ে আবিষ্কারের কর্ণধার দেলোয়ার হোসেন বলেন, ‘বিদ্যুৎ চলে যাওয়ার পর নানা ধরনের দুর্ঘটনা এড়াতে গিয়ে বেশির ভাগ মানুষ মেলাপ্রাঙ্গণ ত্যাগ করেন। এতে আমরা প্রকাশকরা ক্ষতিগ্রস্ত হয়েছি।’ মূল মঞ্চ : গতকাল বিকাল ৪টায় গ্রন্থমেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হয় ‘নৃত্যাচার্য বুলবুল চৌধুরী : জন্মশতবর্ষ শ্রদ্ধাঞ্জলি’ শীর্ষক আলোচনা। এতে প্রবন্ধ উপস্থাপন করেন অনুপম হায়াৎ। প্রবীণ সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানীর সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন নৃত্যশিল্পী আমানুল হক, লুভা নাহিদ চৌধুরী ও শিবলী মহম্মদ। সন্ধ্যায় কবিকণ্ঠে কবিতা পাঠ করেন গোলাম কিবরিয়া পিনু ও চঞ্চল আশরাফ। আবৃত্তি পরিবেশন করেন গোলাম সারোয়ার ও মু. আহসান উল্লাহ ইমাম খান তমাল। সংগীত পরিবেশন করেন চন্দনা মজুমদার, শফি ম-ল, সেলিম চৌধুরী, পাগলা বাবুল, রুশিয়া খানম ও কোহিনুর আকতার গোলাপী।

নির্বাচিত কলাম, এমপি সাহেবের চরিত্র ফুলের মতো পবিত্র : স্বনামখ্যাত সাংবাদিক ও বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজামের কলাম সংকলন। বইটিতে স্থান পেয়েছে ২৪টি কলাম। কলামগুলোতে সমকালীন রাজনীতি ও সমাজের নানা দিক আলোচিত হয়েছে। লেখক দেশের বিদ্যমান সমস্যা ও সংকট উত্তরণের উপায়সহ বিভিন্ন প্রসঙ্গ তুলে ধরেছেন। সমকালীন রাজনীতির নানা দিক পর্যবেক্ষণের পাশাপাশি উঠে এসেছে লেখকের ব্যক্তিগত অভিজ্ঞতা। প্রকাশক অন্যপ্রকাশ। প্রচ্ছদ ধ্র“ব এষ। বইটির দাম ৩০০ টাকা। পাওয়া যাচ্ছে বইমেলায় অন্যপ্রকাশের ২০ নম্বর প্যাভিলিয়নে। অন্ধকার জগতের কাহিনি : সাংবাদিক নঈম নিজামের লেখা দ্বিতীয় উপন্যাস। এটি একটি প্রেমের উপন্যাস। এখানে বর্তমান সময়ের সামাজিক সমস্যা, আন্তসম্পর্কের টানাপড়েন ফুটে উঠেছে। প্রকাশক অন্বেষা প্রকাশন। প্রচ্ছদ মাসুক হেলাল। বইটির দাম ১৬০ টাকা। পাওয়া যাচ্ছে বইমেলায় অন্বেষা প্রকাশনের ১৮ নম্বর প্যাভিলিয়নে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর