মঙ্গলবার, ১২ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা
ডিএনসিসির অভিযান

তিন শতাধিক অবৈধ স্থাপনা অপসারণ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মিরপুর-১, শাহ আলী মাজার পগট ও সনি সিনেমা হল এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। ডিএনসিসি নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ারের নেতৃত্বে গতকাল বেলা সাড়ে ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত অভিযানকালে ৩৫০টির অধিক অবৈধ স্থাপনা অপসারণের মাধ্যমে প্রায় ৪০ হাজার বর্গফুট জায়গা উদ্ধার করে জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানকালে অন্যদের মধ্যে আসলামুল হক এমপি, ভারপ্রাপ্ত মেয়র মো. জামাল মোস্তফা, ওয়ার্ড কাউন্সিলর টিপু সুলতান এবং আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা গুল্লাল সিংহ উপস্থিত ছিলেন। ডিএনসিসির অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে বলে ডিএনসিসির পক্ষ থেকে জানানো হয়।

সর্বশেষ খবর