বুধবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ডাক্তার দেখাতে যাওয়ার পথে বাবা-ছেলে নিহত

ঝরল আরও ৮ প্রাণ

প্রতিদিন ডেস্ক

ডাক্তার দেখাতে যাওয়ার পথে বাবা-ছেলে নিহত

ডাক্তার দেখাতে যাওয়ার পথে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে বাবা-ছেলেসহ তিনজন মারা গেছেন। তিনজনই ওই অটোরিকশার যাত্রী ছিলেন। গতকাল সন্ধ্যায় রাজধানীর শ্যামপুর থানার পোস্তগোলা ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে। এদিকে গতকাল বিকালে রাজধানীর খিলগাঁওয়ের কমিউনিটি সেন্টারের সামনে মোটরসাইকেলের ধাক্কায় আবদুর রাজ্জাক (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ছাড়া গতকাল পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় আরও আট জন নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচজন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর- ঢাকা : ডাক্তার দেখাতে যাওয়ার পথে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে বাবা-ছেলেসহ তিনজন মারা গেছেন। তিনজনই ওই অটোরিকশার যাত্রী ছিলেন। গতকাল সন্ধ্যায় রাজধানীর শ্যামপুর থানার পোস্তগোলা ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন বাচ্চু মিয়া (৬০), তার ছেলে জোবায়েদ (২৮) ও সৈয়দ আহমেদ (৩০)। নিহত বাবা-ছেলের বাড়ি ঢাকার কেরানীগঞ্জের ইকুরিয়া মুসলিম নগর এলাকায়। নিহত সৈয়দ আহমেদ দক্ষিণ কেরানীগঞ্জের কদমতলায় থাকতেন। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ছেলেকে ডাক্তার দেখানোর জন্য পোস্তগোলার একটি হাসপাতালে যাওয়ার পথে ছালছাবিল পরিবহনের একটি বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাবা-ছেলেসহ তিনজন মারা যান। পরে তাদের লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। নিহত বাচ্চু মিয়ার ভাই লিটন মিয়া বলেন, ছেলেকে ডাক্তার দেখানোর জন্য ইকুরিয়া থেকে পোস্তগোলার একটি হাসপাতালে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঢামেকে গিয়ে তিনি তার ভাই ও ভাতিজার লাশ শনাক্ত করেন। এ ছাড়া নিহত সৈয়দ আহমেদের লাশ শনাক্ত করেন তার ভাই মো. হুমায়ুন। এদিকে গতকাল বিকালে রাজধানীর খিলগাঁওয়ের কমিউনিটি সেন্টারের সামনে মোটরসাইকেলের ধাক্কায় আবদুর রাজ্জাক (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। তার বাড়ি খিলগাঁওয়ে। এ ঘটনায় মোটরসাইকেলচালককে আটক করেছে পুলিশ। চট্টগ্রাম : ছেলে দুবাই থেকে দেশে ফিরেছেন। তাকে চট্টগ্রাম থেকে কুমিল্লায় গ্রামের বাড়ি আনতে দুই নাতিসহ পরিবারের সদস্যদের নিয়ে মাইক্রোবাসে যাচ্ছিলেন স্বামী-স্ত্রী। পথে কাভার্ড ভ্যানের সঙ্গে মাইক্রোবাস আটকে গিয়ে আগুন ধরে পুড়ে মারা যান তারা। পুড়ে মারা গেছেন চালকও। এ ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন দুই শিশু নাতি।গতকাল সকাল ৭টার দিকে চট্টগ্রামের মিরসরাই উপজেলার নিজামপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত স্বামী-স্ত্রী হলেন আবদুর রহমান (৬৫) ও কুলসুম বেগম (৫৫)। চালকের পরিচয় পাওয়া যায়নি। দগ্ধ দুই নাতি রনি (১২) ও রাশেদ (১০)। এদিকে সীতাকুন্ড এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় দীপক দত্ত (৩৯) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বেলা সাড়ে ৪টার দিকে থানার জোড়ামতল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খুলনা : খুলনার ফুলতলায় সড়ক দুর্ঘটনায় সরকারি বিএল কলেজের প্রাণিবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক কিশোর কুমার পাল (৪৫) নিহত হয়েছেন। গতকাল দুপুরে উপজেলার দামোদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, কিশোর কুমার পাল খুলনা-যশোর সড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী বালুবোঝাই একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। নিহত শিক্ষকের বাড়ি নগরীর গগনবাবু রোডে। ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ন্ত্রণ হারানো বাসের নিচে চাপা পড়ে নাসরিন (১৮) নামে এক পথচারী নিহত হয়েছেন। গতকাল বিকাল সাড়ে ৫টার দিকে জেলা সদরের বিরাসার এলাকার কুমিল্লা-সিলেট আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাক্টরের চাপায় পিষ্ট হয়ে আয়মন হোসেন নামে পঞ্চম শ্রেণির এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে। গতকাল বিকালে উপজেলার কাঞ্চন-বিরাবো সড়কের বিরাবোয় এ ঘটনা ঘটে। সে বিরাবোর কামাল হোসেনের ছেলে ও তারাইল দাখিল মাদ্রাসার ছাত্র।

এলাকাবাসী ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল বিকালে মাদ্রাসা ছুটি শেষে বাড়ি ফেরার পথে দ্রুতগামী ট্রাক্টরের চাপায় পিষ্ট হয় আয়মন (১২)। গুরুতর অবস্থায় তাকে আশিয়ান হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর