বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

সতীর্থকে ধর্ষণে সেই ভারোত্তোলক গ্রেফতার

ঢাকায় গারো গৃহকর্মী ধর্ষণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

সতীর্থ নারী ভারোত্তোলককে ধর্ষণের অভিযোগে সোহাগ আলীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার নেত্রকোনার কেন্দুয়া থেকে গ্রেফতারের পর তাকে রাজধানীর তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারে নেওয়া হয়। গতকাল পল্টন থানার পরিদর্শক (তদন্ত) কাজী শাহেদুজ্জামান জানান, মামলার পর থেকেই সোহাগকে খুঁজছিল পুলিশ। তবে ঘটনাটির তদন্তে রয়েছে ভিকটিম সাপোর্ট সেন্টার। গত ১৩ সেপ্টেম্বর পল্টন জাতীয় ক্রীড়া পরিষদ ভবনে সতীর্থ একজন নারী ভারোত্তোলককে ধর্ষণের অভিযোগ ওঠে আরেক ভারোত্তোলক ও ফেডারেশনের কর্মী সোহাগ আলীর বিরুদ্ধে। ঘটনাটি কয়েক মাস আগের হলেও নারী ভারোত্তোলকের পরিবার থেকে ফেডারেশনে লিখিত অভিযোগের পর বিষয়টা জানাজানি হয়। এরপর বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশন ও জাতীয় ক্রীড়া পরিষদ পৃথক তদন্ত কমিটি গঠন করে। গত বছরের ২৯ নভেম্বর ধর্ষণের অভিযোগ এনে সোহাগ আলীর বিরুদ্ধে পল্টন থানায় মামলা করেছিলেন যৌন হয়রানির শিকার ভারোত্তোলকের মা।

রাজধানীতে গারো গৃহকর্মী ধর্ষিত : রাজধানীর গুলশানে ১৬ বছরের এক গারো কিশোরী ধর্ষিত হয়েছে। গতকাল সকালে গুলশানের কালাচাঁদপুরে এ ঘটনা ঘটে। দুপুরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। এ কিশোরী কালাচাঁদপুরের একটি বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করত। সেই বাসার গৃহকর্তাই তাকে ধর্ষণ করেছে বলে অভিযোগ করেছে। জানা গেছে, তার বাড়ি শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বরাইগ্রাম। ঢামেক সূত্র জানায়, গত ২৬ জানুয়ারি কালাচাঁদপপুরের ওই বাসায় গৃহকর্মী হিসেবে কাজ নেয় ওই কিশোরী। বাসার স্বামী-স্ত্রী দুজনই চাকরিজীবী। ভোরে গৃহকত্রী কর্মস্থলে চলে যান। এ সুযোগে সকাল ৯টার দিকে গৃহকর্তা তাকে দুদফা ধর্ষণ করে।

 বিষয়টি জানতে পেয়ে বাসায় চলে আসেন গৃহকত্রী। পরে তিনি ওই কিশোরীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করেন। অভিযুক্ত গৃহকর্তা গ্রামীণফোনে চাকরি করেন বলে জানা গেছে।

সর্বশেষ খবর