শুক্রবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

রঙিন স্বপ্নের বীজ বুনে ভালোবাসা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক

রঙিন স্বপ্নের বীজ বুনে ভালোবাসা দিবস পালিত

বিশ্ব ভালোবাসা দিবসে গতকাল রাজধানীজুড়ে ছিল রঙিন স্বপ্নের বীজ বোনার উন্মাদনা। রমনা পার্ক, ধানমন্ডি লেক, হাতির ঝিল, শাহবাগ, টিএসসি, রবীন্দ্র সরোবরসহ গোটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, বেইলীরোডের ফাস্টফুডের দোকান, বাংলা একাডেমি আর সোহরাওয়ার্দী উদ্যানের বইমেলাজুড়ে ছিল ভালোবাসার ঢেউ। এদিন প্রিয়জনের হাতে হাত রেখে ভবিষ্যৎ স্বপ্নের বীজ বুনেছেন কপোত-কপোতীরা। ঘরের চার দেয়াল থেকে বের হয়ে মুক্ত বিহঙ্গের মতো কল্পনার ডানায় ভর করে রঙিন স্বপ্নের আকাশে উড়েছে ডিবা-ডুড। ভালোবেসে প্রিয়তমার খোঁপায় হলুদ গাঁদা পরিয়ে নরম হাতে লাল গোলাপ তুলে প্রেমের তরীতে দিনভর ভেসেছে তারুণ্য। প্রিয়ার শাড়ির ভাঁজ, হাঁটার ছন্দ, চোখোচোখি সবকিছুতেই ছিল প্রিয়তমের ভালোবাসার উচ্ছলতা আর উন্মাদনা। প্রিয়তমারাও প্রেমিক পুরুষের হাতে হাত, চোখে চোখ রেখে আর বুকে মাথাগুঁজে, হৃদয় উজাড় করে জীবন-মরণে একই ছাদের নিচে থাকার শপথে উদ্দীপ্ত হয়েছিল। এছাড়া এদিন ফুচকা-চটপটি খাওয়া, রিকশায় করে নগরীর বিভিন্ন স্থানে ঘুরে বেড়ানোর পাশাপাশি ছিল পরস্পরের মাঝে উপহার বিনিময়ের পালা। এ দৃশ্য চোখে পড়েছে রাজপথ থেকে গলি পথেও। দিনভর প্রেমের তরীতে ভেসে বিদায় বেলায়ও মধুর আলিঙ্গনে একে অপরকে তারা বলেছিল, ‘আমি তোমাকে ভালোবাসি’।

সর্বশেষ খবর