শিরোনাম
শনিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

বসুন্ধরা ফুড অ্যান্ড হসপিটালিটি মেলায় ছাড়ের ছড়াছড়ি

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হওয়া তিন দিনব্যাপী ‘ফুড অ্যান্ড হসপিটালিটি’ প্রদর্শনীর শেষ দিন আজ। প্রদর্শনীতে দর্শনার্থীদের জন্য হোটেলে রাতযাপন, বিভিন্ন ভোগ্যপণ্য ও সেবামূল্যে বিশেষ ছাড় দিয়েছে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত। প্রদর্শনীতে খাদ্য ও পর্যটন শিল্পসংশ্লিষ্ট দেশি-বিদেশি প্রায় অর্ধশত প্রতিষ্ঠান তাদের পণ্য ও সেবা নিয়ে এক ছাদের নিচে হাজির হয়েছে। গতকাল প্রদর্শনী ঘুরে দেখা গেছে, হোটেলে রাতযাপনে (এক রাত) রেডিসন ব্লু ৯ হাজার ৩৩৪ টাকা পর্যন্ত ছাড় দিয়েছে। এ ছাড়া দুপুরের বুফে খাবারে জনপ্রতি রয়েছে ৬৫০ টাকা ছাড়। পর্যটকদের রাতযাপনে চলমান মূল্য তালিকার ওপর ৪০ শতাংশ পর্যন্ত ছাড় দিয়েছে নড়াইলের অরুণিমা রিসোর্ট। প্রতি লিটার কালো জিরা ও সরিষা ফুলের মধুতে যথাক্রমে ১০০ ও ৬০ টাকা ছাড় দিয়েছে মতি মধু। ইউরেশিয়া ম্যাট্রেস তাদের সব পণ্যে ১০, এপি ১০ ও ওয়েলফুড ২০ শতাংশ ছাড় দিয়েছে। এ ছাড়া বাংলাদেশ পর্যটন করপোরেশন স্বল্পমূল্যে ঐতিহ্যবাহী বিভিন্ন খাবারের পসরা সাজিয়ে বসেছে। প্রদর্শনীতে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠান পণ্য ও সেবায় দর্শনার্থীদের জন্য কিছু না কিছু মূল্যছাড়ের ব্যবস্থা রেখেছে। বাংলাদেশ পর্যটন করপোরেশনের তত্ত্বাবধানে বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশন (বিহা) এবং ওয়েম বাংলাদেশ লিমিটেড দেশে প্রথমবারের মতো এ ধরনের প্রদর্শনীর আয়োজন করেছে। আয়োজকরা জানিয়েছেন, প্রদর্শনীতে বাংলাদেশ, ভারত, মালয়েশিয়াসহ সাতটি দেশ থেকে বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নিয়েছে। প্রদর্শনীতে খাবার প্রস্তুত, পরিবেশনা ও মোড়কজাতকরণের স্বাস্থ্যকর নানা উপকরণ ও আধুনিক সরঞ্জাম, বিভিন্ন দেশের ঐতিহ্যবাহী খাবার, স্ব স্ব দেশের পর্যটন খাতের বিভিন্ন সুবিধা ও সেবা তুলে ধরেছে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো। তিন দিনের এ প্রদর্শনীতে পাশাপাশি চলছে শেফ চ্যালেঞ্জ, পেস্ট্রি শো, চা-কফি অ্যাকটিভিটি, স্মুদি শো, বিভিন্ন দেশের খাবারের ওপর ওয়ার্কশপ, সিইও-জিএম রাউন্ড টেবিল, সেমিনার ইত্যাদি।

সর্বশেষ খবর