রবিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা
আজ থেকে নিবন্ধন

বেসরকারি ব্যবস্থাপনায় হজ খরচ ৩ লাখ ৪৫ হাজার টাকা

নিজস্ব প্রতিবেদক

বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ-২০১৯ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)।

গতকাল সকালে রাজধানীর নয়াপল্টনের একটি হোটেলে সংবাদ সম্মেলন করে এ প্যাকেজ ঘোষণা করা হয়। হাব মহাসচিব এম শাহাদাত হোসেন তসলিম এ সময় বলেন, বেসরকারি ব্যবস্থাপনায় এবার সর্বনিম্ন খরচ জনপ্রতি ৩ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ থেকে ২০১৯ সালের হজের নিবন্ধন শুরু হচ্ছে। চলবে আগামী ২০ মার্চ পর্যন্ত। ঘোষিত প্যাকেজে উড়োজাহাজ ভাড়া ১ লাখ ২৮ হাজার টাকা, মক্কা ও মদিনায় বাড়ি ভাড়া ১ লাখ ৬ হাজার ৫০০ টাকা, সৌদি আরবে প্রদেয় বিভিন্ন সার্ভিস চার্জ ও পরিবহন ভাড়া ৪০ হাজার ৮৮২ টাকা ৫০ পয়সা, জমজমের পানি ২৬০ টাকা, অতিরিক্ত সার্ভিস চার্জ ও ভ্যাট ৩৫ হাজার ৪৩৭ টাকা ৫০ পয়সা, স্থানীয় সার্ভিস চার্জ ৮০০ টাকা, হজযাত্রীদের কল্যাণ তহবিল ২০০ টাকা, প্রশিক্ষণ ফি ৩০০ টাকা, চিকিৎসা কেন্দ্র ফি ১০০ টাকা, খাওয়া খরচ ৩০ হাজার টাকা, অন্যান্য খরচ ১ হাজার ২১৫ টাকা ও প্রাক-নিবন্ধন ফি ২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া যেসব ব্যক্তি ২০১৫, ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালে হজ পালন করেছেন তাদের অতিরিক্ত ২১০০ সৌদি রিয়ালের সমপরিমাণ ৪৭ হাজার ২৫০ টাকা পরিশোধ করতে হবে। পরে হাব মহাসচিব সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, চলতি বছর হজ ব্যবস্থাপনায় কোনো এজেন্সির গাফিলতি পাওয়া গেলে সেই এজেন্সির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বছর ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করবেন। এর মধ্যে সরকারিভাবে ৭ হাজার ১৯৮ জন। আর বেসরকারিভাবে ১ লাখ ২০ হাজার হজে যাবেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১০ আগস্ট পবিত্র হজ উদযাপিত হবে। সংবাদ সম্মেলনে হাব সভাপতি আবদুস ছোবহান ভূঁইয়া ও সিনিয়র সহ-সভাপতি মাওলানা ইয়াকুব শরাফতি উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এর আগে গত ১১ ফেব্রুয়ারি সরকারি হজ প্যাকেজ ঘোষণা করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর