সোমবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

সংসদের সংরক্ষিত আসনে ৪৯ নারীকে এমপি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৪৯ জন নারী সংসদ সদস্যকে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির যুগ্ম সচিব ও রিটার্নিং অফিসার আবুল কাসেম তাদের নাম ঘোষণা করেন। গতকাল দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে ইসির মিডিয়া সেন্টারে ৪৯ নারী সংসদ সদস্যকে বিজয়ী ঘোষণা করা হয়। রিটার্নিং অফিসার বলেন,  ৪৯ নারী আসনের কোনোটিতে একাধিক প্রার্থী না থাকায় কমিশন সবাইকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছে। নির্বাচিতদের চূড়ান্ত তালিকা ইতিমধ্যে টাঙিয়ে দেওয়া হয়েছে। আবুল কাসেম বলেন, নির্বাচিতদের গেজেট প্রকাশের জন্য কমিশন সচিবকে চিঠি দেওয়া হয়েছে।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের মধ্যে আওয়ামী লীগের ৪৩ জন, জাতীয় পার্টির চারজন, ওয়ার্কার্স পার্টির একজন এবং আরেকজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। জাতীয় ঐক্যফ্রন্ট তথা বিএনপির সংসদ সদস্যরা এখনো শপথ না নেওয়ায় তাদের নির্ধারিত একটি আসন এখনো শূন্য। উল্লেখ, ৩ ফেব্রুয়ারি  ঘোষিত তফসিল অনুযায়ী ১১ ফেব্রুয়ারি ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ওই দিন ৪৯টি সংরক্ষিত নারী আসনের বিপরীতে ৪৯ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। পরে ১২ ফেব্রুয়ারি সংরক্ষিত নারী আসনের সব প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে  বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম। শনিবার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন হলেও ওই দিন কোনো প্রার্থী তার প্রার্থিতা প্রত্যাহার না করায় সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সর্বশেষ খবর