সোমবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা
কৃষি

মাচায় টমেটো চাষ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

মাচায় টমেটো চাষ

রাজশাহীতে আধুনিক পদ্ধতিতে গাছ পাকা টমেটো চাষ করে সাফল্য অর্জন করেছেন এক চাষি। এই প্রথম রাজশাহীতে গাছ পাকা টমেটো বাজারজাত করার জন্য পবা উপজেলার দামকুড়া গোলায় মাঠে বাঁশের মাচা করে আধুনিক পদ্ধতিতে প্রায় ৫ বিঘা জমিতে টমেটো চাষ করেছেন দামকুড়া মুরারীপুর এলাকার আবদুল মান্নানের ছেলে রমজান আলী।

রমজান আলী বলেন, এতে খরচ একটু বেশি হলেও ফলন ভালো হয়েছে এবং জমিতে টমেটো নষ্ট হবে কম। মূলত জমি থেকে গাছ পাকা টমেটো সরাসরি বাজারজাত করার জন্যই এই পদ্ধতিতে টমেটো চাষ করার উদ্দেশ্যে। রাজশাহী অঞ্চলে এই প্রথম গাছ পাকা টমেটো বাজারজাত করার জন্য প্রাথমিকভাবে ৫ বিঘা জমিতে টমেটো চাষ শুরু করেছি। এই পদ্ধতিতে টমেটো চাষ করায় খরচ একটু বেশি হলেও সুবিধা আছে অনেক। প্রথম ধাপে ৫ বিঘা জমিতে এই বাঁশের মাচা করে জমিতে টমেটো চাষ করায় খরচ হয়েছে প্রায় ৫ লাখ টাকা। জমি থেকে পাকা টমেটো বাজারজাত করলে আশা করছি প্রায় ২ লাখ টাকার মতো লাভ হবে। তিনি বলেন, এই পদ্ধতিতে টমেটো চাষ করায় ফলন হয়েছে বেশি। জমিতে পেকে গেলে টমেটো নষ্ট হয় বেশি। বাঁশের মাচা করে চাষ করায় মাটির স্পর্শ ছাড়া গাছ পাকা টমেটো সংগ্রহ করা যাবে। এতে জমি থেকে পাকা টমেটো সরাসরি বাজারজাত করা যায়। ফলে আসল গাছ পাকা টমেটোর সাধটা পাবেন ভোক্তারা। এই পদ্ধতিতে টমেটো চাষ করে শতভাগ সফলতা আশা করা যায়। কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক দেব দুলাল ঢালী বলেন, এটি টমেটো চাষের খুব ভালো একটা পদ্ধতি।

তবে খরচ বেশি হওয়ার কারণে কৃষকরা এই পদ্ধতিতে খুব কম টমেটো চাষ করেন। কৃষকরা যদি আমাদের সহায়তা চান তাহলে আমরা দেব।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর