সোমবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা
প্রকৃতি

পাখির কলতানে মুখরিত জবাই বিল

বাবুল আখতার রানা, নওগাঁ

পাখির কলতানে মুখরিত জবাই বিল

নওগাঁর সাপাহার উপজেলার ঐতিহ্যবাহী জবাই বিল এখন অতিথি পাখির কিচির মিচির ডাক আর কলতানে মুখরিত হয়ে উঠেছে। আবহমান বাংলার চিরচেনা দৃশ্য মুক্ত আকাশে ডানা মেলে উড়ে চলা সুদর্শনীয় বিহঙ্গের দল, হঠাৎ করেই খাদ্যের সন্ধানে ঝাঁক ধরে বিলের পানিতে অবাধে বিচরণ শুরু করেছে। এ দৃশ্য নিজ চোখে দেখতে কার না ভালো লাগে। চলতি মৌসুমে এমনই হাজার হাজার অতিথি পাখির আগমন ঘটেছে ঐতিহ্যবাহী জবাই বিল ও পাশের পুনর্ভবা নদীতে।

জেলার সীমান্তবর্তী সাপাহার উপজেলা সদর থেকে ৮ কিলোমিটার দূরে শিরন্টি, গোয়ালা, আইহাই ও পাতাড়ী- এই ৪টি ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত জবাই বিল এখন হাজার হাজার অতিথি পাখির নিরাপদ বিচরণ ভূমিতে পরিণত হয়েছে। চলতি বছরে এই জবাই বিল ও পুনর্ভবা নদীতে অতিথি পাখির আগমন অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি। এই বিল ও নদীতে অতিথি পাখির জন্য পর্যাপ্ত খাবার থাকায় প্রতি বছর শীতের সময় হাজার হাজার অতিথি পাখির আগমন ঘটে। শামুকখোল, কক, বালিহাঁস, চাহা, রাজহাঁস, পাতি সরালীসহ নানা প্রজাতির পাখির কিচিরমিচির কলতানে সব সময় মুখরিত থাকে এই বিলের সর্বত্র। এই বিলের ছোট ছোট মাছ আর শামুকই মূলত এসব পাখির প্রধান খাদ্য। জবাই বিল জীব বৈচিত্র্য সংরক্ষণ কমিটির সভাপতি সোহানুর রহমান সবুজ জানান, তাদের সংগঠনের সদস্যরা  স্বেচ্ছায় বিলের বিভিন্ন পয়েন্টে দিন রাত জনগণের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পথসভা ও প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে। তার মতে ইতোপূর্বে বিলে এত অতিথি পাখির আগমন দেখা যায়নি। প্রতিদিন শীত ও কুয়াশা উপেক্ষা করে সকাল-সন্ধ্যা বিভিন্ন এলাকা থেকে পাখিপ্রেমী নারী পুরুষ দর্শনার্থীর আগমন ঘটছে।

সর্বশেষ খবর