বুধবার, ২০ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

মিয়ানমারের ওপর নতুন করে চাপ বাড়াবে যুক্তরাজ্য

-ব্রিটিশ উন্নয়ন প্রতিমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক

মিয়ানমারের ওপর নতুন করে চাপ বাড়াবে যুক্তরাজ্য

রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় আলোচনায় তেমন কোনো অগ্রগতি না থাকায় নতুন করে বহুপক্ষীয় কূটনৈতিক প্রচেষ্টা জোরালো হচ্ছে। এর অংশ হিসেবে যুক্তরাজ্য সরকার মিয়ানমারের ওপর ফের চাপ সৃষ্টি করবে বলে জানিয়েছেন যুক্তরাজ্য সরকারের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী পেনি মরডান্ট। গতকাল ঢাকায় পেনি মরডান্ট বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠকে এ তথ্য জানান। বাংলাদেশ সফরের শুরুতেই সোমবার তিনি কক্সবাজারে রোহিঙ্গাদের জন্য ব্রিটিশ ত্রাণ সামগ্রীর কার্যক্রম পরিদর্শন করেছেন। ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় গতকাল দুপুরে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে ব্রিটিশ প্রতিমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে যুক্তরাজ্য শুরু থেকেই বাংলাদেশের পাশে রয়েছে। যুক্তরাজ্য চায় রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন। এজন্য মিয়ানমারকে সর্বোচ্চ চাপ দেবে যুক্তরাজ্য। তিনি জানান, বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন খাতে যুক্তরাজ্য সরকারের নিয়মিত সহযোগিতার আওতায় বাস্তবায়নাধীন প্রকল্পগুলোর অগ্রগতি দেখার পাশাপাশি রোহিঙ্গা পরিস্থিতি দেখাও তার সফরের অন্যতম উদ্দেশ্য। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, রোহিঙ্গাদের ফেরত পাঠাতে নতুন করে বহুপক্ষীয় কূটনৈতিক তৎপরতার দিকে এগোচ্ছে বাংলাদেশ। কারণ রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে দ্বিপক্ষীয় আলোচনার তেমন কোনো অগ্রগতি নেই। এ সময় যুক্তরাজ্য সরকারের মন্ত্রীর সঙ্গে রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হয়েছে।

সর্বশেষ খবর